#CoronaVirusUpdate,করোনার সেকেন্ডহোম ইতালি, দেশবাসী মজেছে ইন্টারনেটে
ফেসবুক,হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে ছেয়ে গিয়েছে ইটালির ফাঁকা রাস্তার ছবি । আর রাস্তার ট্রাফিক স্থান পরিবর্তন করে ইন্টারনেটে স্মরণাপন্ন হয়েছে ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- চিনের হুবেই প্রদেশ আতুঁড় ঘর হলেও দ্বিতীয় বাড়ি হয়েছে ইতালি । সেদেশে বর্তমানে স্টেজ থ্রিতে রয়েছে নভেল করোনা ভাইরাস ।
মারণ ভাইরাস করোনায় চিনের পর সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন দেশ ইতালি ।
উহানের মতো ভাইরাসের আতঙ্কে কার্যত থমকে গিয়েছে ইতালির জনজীবন ।
ইন্টারনেটে মজেছে ইতালি
ফেসবুক,হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে ছেয়ে গিয়েছে ইটালির ফাঁকা রাস্তার ছবি । আর রাস্তার ট্রাফিক স্থান পরিবর্তন করে ইন্টারনেটে স্মরণাপন্ন হয়েছে ।
Corona virus or not, that isn’t stopping this whole apartment complex of people in Italy from singing along to @FlatbushZombies. Stay safe and wash your hands, ZOMBiE GANG! ❤️🧟♂️@MeechIsDEAD @erickarcelliott @ZOMBIEJuicee pic.twitter.com/2anqyvtlNd
— Danny Darko 🧟♂️ (@DannyPaps94) March 17, 2020
Covid19-এর জেরে এখনো পর্যন্ত ইটালিতে ২১ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়েছে বলে খবর ।
মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪১ জনের ।
আরও পড়ুন : করোনার কবল থেকে মুক্ত ট্রাম্প,তবে বিপদমুক্ত নয় মার্কিন মুলক
সঙ্কটজনক পরিস্থিতিতে সবাইকে বাড়িতেই থাকতে বলেছে প্রশাসন । ওষুধের দোকান, ব্যাঙ্ক ও মুদিখানা ছাড়া বাকি সব কিছু বন্ধ রাখতে বলেছে ইটালির প্রশাসন ।
সংক্রমণ রুখতে দেশ জুড়ে জারি হয়েছে কোয়ারেন্টাইন । গোটা ইটালি কার্যতস্তব্ধ ।
যাঁদের বাড়িতে বসে অফিসের কাজ করা সম্ভব, তাঁরা Work From Home করছেন ।
A whole neighborhood in Italy is singing “Work From Home” by Fifth Harmony while they’re on lockdown and self-quarantined. #COVIDー19 pic.twitter.com/WjX8eRoKdy
— aj™️ (@ajredguy) March 15, 2020
পার্ক, খেলার মাঠ খোলা না থাকায় বাচ্চাদের বাড়ির ভিতরেই সময় কাটাতে হচ্ছে ।
তারাও দিনের বড় একটা অংশ অনলাইন গেম খেলে কাটাচ্ছে ।
Coronavirus: Telecom Italia says internet traffic is up 70%, mostly bored out-of-school kids who are stuck at home playing Fortnite and Call of Duty https://t.co/GZ3oA31mF5
— Xeni Jardin (@xeni) March 12, 2020
বলতে গেলে দিনের ব্যস্ততম সময়ের ট্রাফিক স্মার্টফোন,পিসিতে ঢুকে পড়েছে । যার নেপথ্য করোনা ।
সব মিলিয়ে ইটালিতে এখন ইন্টারনেটের ব্যবহার প্রচুর বেড়ে গিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ ।
ইন্টারনেটে মজেছে ইতালি,টাইমপাসের ভরসা অনলাইন গেমিং
ইটালির সব থেকে বড় মোবাইল সার্ভিস প্রোভাইডার কম্পানি ‘টেলিকম ইটালিয়া’ জানিয়েছে, সবাইকে বাড়িতে থাকতে বলার পর ইন্টারনেটে ট্রাফিক প্রায় ৭০ শতাংশ বেড়ে গিয়েছে ।
Italy’s telecom network overwhelmed by 70% increase in Internet traffic, primarily driven by online multiplayer games https://t.co/JFOP90uK1x
— Jon Lai (@Tocelot) March 15, 2020
কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার লুইগি গুবিটোসু জানিয়েছেন সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার হচ্ছে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম ফর্টনাইট-এ ।
আরও পড়ুন : চিনের হুবেই প্রদেশের উহানে সুত্রপাত হলেও,সংক্রমণের নিরীখে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি ।
তবে অন্যান্য অনলাইন গেমেও ট্রাফিক প্রচুর বেড়ে গিয়েছে । PUBG,COD-তে এখন ইতালির গেমারদের অনেক বেশি সময় ধরে পাওয়া যাচ্ছে ।
ইন্টারনেটে ট্রাফিক যেমন বেড়েছে সেই সঙ্গে ইন্টারনেটের স্পিড ও কানেকটিভিটিও কমছে বলে জানা গিয়েছে । একথা মানতে নারাজ টেলিকম ইটালিয়া ।
কোম্পানির দাবি, পরিষেবা ঠিকই আছে ।