#CoronaUpdate দেশে জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
মহারাষ্ট্রে যারা হোম কোয়রান্টিনে রয়েছে তাদের চিহ্নিতকরণের জন্য হাতে স্ট্যাম্প দিয়ে নথিভুক্তও করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- বিশ্বের প্রায় ১৪৫টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস । মারণ ভাইরাসের কবলে গোটা বিশ্ব ।
ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “WHO”( ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেসন) এই ভাইরাস কে অতিমারি (Pandemic) বলে আখ্যা দিয়েছে।
হোম কোয়রান্টিনের সংখ্যা বাড়ছে
কিন্তু বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ইতিমধ্যে ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
৩১মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করার নির্দেশ দিলেও , পরে পরিবর্তিত হয়ে ১৫ এপ্রিল করা হয়।
অন্যদিকে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৫।
আরও পড়ুন : #CoronaIndia ভাইরাসের আতঙ্কে ক্যাম্প বন্ধের পথে IPLফ্র্যাঞ্চাইজি
কর্ণাটকের কালবুর্গি জেলায় ইংল্যান্ড ফেরত ২০বছরের এক তরুণীর দেহে ধরা পরেছে করোনা ভাইরাস ।
ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে কোয়রান্টিনের নির্দেশ দেওয়া হয়েছে ।
#CoronaVirusUpdates:
Simple steps can help you and those around you stay protected from #COVID19. #HelpUsToHelpYouMaintain a distance of 1 meter (3 feet) from the person who shows signs of flu like cough or sneezing. pic.twitter.com/HRgfF1Xr8H
— Ministry of HRD (@HRDMinistry) March 17, 2020
মহারাষ্ট্রে যারা হোম কোয়রান্টিনে রয়েছে তাদের চিহ্নিতকরণের জন্য হাতে স্ট্যাম্প দিয়ে নথিভুক্তও করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।
সর্দি-কাশি হলে ,চিকিৎসকের পরামর্শ নেয়ার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
হোম কোয়রান্টিনের সংখ্যা বাড়ছে,দাওয়াইয়ের দৌড়ে এগিয়ে আমেরিকা
ইউরোপের একাধিক দেশের সীমান্ত আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে । ফ্রান্স, হংকং -এর স্কুল কলেজ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ।
বৃহস্পতিবার থেকে হংকং-এ ১৪ দিনের কোয়রান্টিন বাধ্যতামূলক ।
সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, কম্বোডিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২।
পরীক্ষামূলকভাবে COVID-19 এর প্রতিষেধক টিকার প্রয়োগ শুর করলো আমেরিকা । শোনা যাচ্ছিলো মার্কিন প্রেসিডেন্টের শরীরে করোনার থাবা দেখা গেছে ।
সোমবার সেই খবরের সত্যতা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস । প্রেসিডেন্টর নিজস্ব চিকিৎসক প্রেসিডেন্ট কে সম্পূর্ণ নীরোগ সাব্যস্ত করেছেন।
আরও পড়ুন : #CoronaVirusUpdate ফেসবুক,হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে ছেয়ে গিয়েছে ইটালির ফাঁকা রাস্তার ছবি
তবে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । করোনায় আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৭১ ।
আক্রান্ত ১ লক্ষ ৮২ হাজার ৬০৮ জন । নভেল করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার ৮৮৩ জন।
পশ্চিমবঙ্গে কেউ আক্রান্ত না হলেও হোম কোয়রান্টিনের সংখ্যা বাড়ছে।
প্রশাসন সুত্রে খবর, রাজ্যে হোম আইসোলেশনে রয়েছে ১১ ,৯৪২ জন । এর মধ্যে ১২ হাজার ২০০ জনের শরীরে করোনার পরীক্ষা করা হয়েছে।