প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতীয় ফুটবলের নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। প্রবাদপ্রতিম ফুটবলারের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা তথা দেশের ফুটবল মহল।
দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি। গত ২১ জানুয়ারি থেকে শারীরিক সমস্যা বাড়তে শুরু করে। গত কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। শুক্রবার তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেন চিকিৎসকরা।
ফুটবল জীবনের পাশপাশি কোচ হিসাবে সাফল্যতা অর্জন করেছিলেন কিংবদন্তী ফুটবল তারকা। ১৯৫৮ সালে ইস্টার্ন রেলের জার্সিতে প্রথম কলকাতা লিগ জয় থেকে যাত্রা শুরু। বড় কোনও ক্লাবে না খেললেও দেশের হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন তিনি।
১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক এবং ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের জার্সিতে খেলেছেন তিনি। ১৯৬২ সালে যেবার এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল সোনা জিতেছিল,সেবার পিকে বন্দ্যোপাধ্যায় ছিলেন দলে। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলে বড় শূন্যস্থান দেখা দিল।