বিদেশ থেকে ফিরলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, অন্যথায় কড়া ব্যবস্থা, হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিদেশ থেকে ফিরলেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক ভাবে যেতে হবে। নাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছে রাজ্য প্রশাসন।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা জারি হওয়ার পর শুক্রবার কলকাতা পুলিশের তরফেও জারি করা হয়েছে নির্দেশিকা।
শুক্রবার সকালেই খাস কলকাতায় করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পরতেই ফের আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে শহর জুড়ে। এক সপ্তাহ আগে পর্যন্ত রাজ্যবাসী স্বস্তির শ্বাস ফেললেও দুই বিদেশ ফেরত তরুণের করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই এক লহমায় পাল্টে গিয়েছে ছবিটা।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসঃ গুজব ও বিভ্রান্তিতে ধ্বংসের মুখে দেশের পোলট্রি
তবে উভয়ের ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে যত্রতত্র ঘুরে বেড়ানোর অভিযোগ। তার প্রেক্ষিতেই শুক্রবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বিদেশফেরত সকলকে স্বেচ্ছায় কোয়রান্টিনে যেতে হবে।
কলকাতা পুলিশের তরফে সতর্কীকরণ হিসাবে বিবৃতি দিয়ে জানানো হয়,-
“এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে দু’জন করোনা-আক্রান্তের হদিশ পাওয়া গেছে। তাঁরা দু’জনেই বিদেশে থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং কলকাতায় সেই সংক্রমণ বহন করে এনেছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে, বিগত কিছুদিনের মধ্যে যাঁরা অন্যান্য দেশ থেকে এ-রাজ্যে এসেছেন, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে, তাঁরা যেন অবশ্যই বাধ্যতামূলকভাবে ১৪ দিন ‘হোম কোয়ারান্টাইনে’, অর্থাৎ গৃহবন্দি অবস্থায় থাকেন। করোনা-প্রতিরোধের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা এখন অবশ্য কর্তব্য।
যিনি বা যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। প্রয়োজনে ‘ ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড১৯ রেগুলেশন ২০২০’ অনুসারে, সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বলপূর্বক ‘কোয়ারান্টাইন’ অর্থাৎ গৃহবন্দি থাকতেও বাধ্য করা হবে।”
নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন বলেন, “করোনায় আক্রান্ত হলেই ভয় পাবেন না। বরং উপযুক্ত চিকিৎসা করান। সঠিক সময়ে চিকিৎসা হলেই সুস্থ হয়ে যাবেন। রাজ্যবাসীর সুবিধার্থে আপৎকালীন ত্রাণ তহবিল খোলা হচ্ছে।জরুরি পরিস্থিতিতে এই তহবিল ব্যবহার করা হবে।”
পাশাপাশি, এই বিপদের দিনে ওই তহবিলে অনুদান করতেও সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি।