#CoronavirusPandemic দেশে রেকর্ড গড়ল করোনা,২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯। 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ জন ।

যা এক দিনে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯। 

নোভেল করোনার থাবা দেশে, শাট ডাউন একাধিক শহর

দেশে করোনা সংক্রমণ রুখতে সব রাজ্য সরকারগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে কেন্দ্র । 

সংক্রমণ এড়াতে শাট ডাউন-এর পথে হেঁটেছে বাণিজ্য নগরী মুম্বাই । দিল্লি, লখনউয়ের ছবিটাও প্রায় একই রকম ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৩৫ হাজার । মৃত্যুর সংখ্যা প্রায় ১০ হাজার । 

করোনা ভাইরাস, স্তব্ধ করা হল বাণিজ্য নগরী মুম্বাই

সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ১৬৬টি দেশে । ইউরোপে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে । স্পেন, জার্মানিতে ক্রমাগত বাড়ছে সংক্রমণ ।

নোভেল করোনার থাবা দেশে,রাজ্যের পরিস্থিতি 

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩। এখনো পর্যন্ত সর্বশেষ আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবড়ার তরুণী । 

সোমবার স্কটল্যান্ড থেকে ফিরেছেন তিনি । তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে । 

বেলেঘাটা আই়ডির এক সা ফাইকর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে। সাফাইকর্মী দুই করোনা আক্রান্তের ঘর পরিষ্কার করতেন।

অন্যান্য রাজ্যেও করোনার থাবা

করোনা সংক্রমণের কবলে দেশের আরও দুই রাজ্য । মধ্যপ্রদেশে ৪ ও হিমাচল প্রদেশে ২ জন আক্রান্তের খবর মিলেছে । 

জম্মু-কাশ্মীর জেলা প্রশাসন বাড়িতেই নমাজ পড়ার জন্য লোকজনের কাছে আবেদন জানিয়েছে । 

দরগা হজরতবালে সাময়িক ভাবে সমবেত প্রার্থনা বন্ধ করে দেওয়া হয়েছে । 

অন্যদিকে গুরুগ্রামে এক নাবালকের দেহে করোনা সংক্রমণের উপসর্গ মিলেছে। তার পরই তাকে কোয়রান্টাইনে পাঠানো হয় ।

উল্লেখ্য,দিন কয়েক আগেই ছেলেটির দিদির দেহে ভাইরাসের হদিস মেলে। সেখান থেকেই ছেলেটি সংক্রমিত হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর।

করোনা ভাইরাস : গুজব ও বিভ্রান্তিতে ধ্বংসের মুখে দেশের পোল্ট্রি

ফ্রান্সফেরত তেলঙ্গানার এক যুবক কোয়রান্টাইন অগ্রাহ্য করে বিয়ে করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় এক হাজার মানুষ । 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্যদের Work From Home-এর নির্দেশ দিয়েছেন । 

রাজস্থানের ভিলওয়ারায় নতুন করে ৬ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই নিয়ে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৩। 

গুজরাতের ভদোদরায় ৫২ বছরের এক প্রৌঢ়ের দেহে করোনাভাইরাস মিলেছে । 

জানা গিয়েছে, শ্রীলঙ্কা থেকে সম্প্রতি ভারতে এসেছেন তিনি । এই নিয়ে ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

সম্পর্কিত পোস্ট