কয়েকঘন্টা ছাড়, থার্মাল স্ক্রিনিং ছাড়াই বাড়ি ফিরছেন কর্মীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়েক ঘণ্টার জন্য ছাড়। তাই ভাড়া কয়েকগুণ বেশি। থার্মাল স্ক্রিনিং ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে কর্মীরা।

করোনা আতঙ্কে সরকারি ভাবে ভিড় জমানো নিষিদ্ধ। সরকারি নিয়মকে পরোয়া না করেই একসঙ্গে অনেক মানুষেকে নিয়ে যাতায়াত করছে বেসরকারি বাসগুলি।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সোমবার বিকেল ৫ টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। রবিবার জারি করা হয়েছিল ১৪ ঘন্টার কার্ফু।

কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে যাত্রীবাহী ট্রেন সম্পূর্ণভাবে বন্ধ। তাই সাধারণ মানুষের ভরসা সড়ক পথ। এই সুযোগেই বেসরকারি বাসে চলছে কালোবাজারি।

আরও পড়ুনঃ #CoronaUpdate:করোনার জেরে বিশুদ্ধ হচ্ছে বায়ু

যাত্রীদের অভিযোগ, হাওড়া থেকে কাঁথি পর্যন্ত ভাড়া প্রায় ৪০০ টাকা। আবার আলমপুর থেকে মেচেদা পর্যন্ত ভাড়া ২০০ টাকা। বাগনান থেকে একশ ১০০ টাকা। তাও আবার বেআইনিভাবে জীবনের ঝুঁকি নিয়ে গোটা বাস ও বাসের ছাদে যাত্রী বোঝাই করে চলছে গন্তব্যস্থলের উদ্দেশে যাত্রা।

যাত্রীদের আরও অভিযোগ যে, কোন যাত্রী যদি ভাড়া কম দিচ্ছেন, তাহলে তাকে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছে বাসের কন্ডাকটর। তাই কোনো উপায় না পেয়ে একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত।

কিন্তু এতো যাত্রী এক বাসে থাকলে করোনা সংক্রমণ হবে না তো? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে যাত্রীদের একাংশের মনে। বাসে ওঠার সময় কোন থার্মাল স্ক্রিনিং হচ্ছে না বলেও জানান যাত্রীরা।

সম্পর্কিত পোস্ট