লকডাউনের মধ্যেই সমস্যায় পড়েছেন? ভিডিও কলে জানান মহকুমা শাসককে..
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যের তরফে যখন কলকাতা সহ পৌর এলাকা গুলিতে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। সেইসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের।
সমস্যা সমাধানে বাড়ি থেকে বেরোনোর কোন প্রয়োজন নেই, মহকুমাশাসক বা তাঁর অফিসের কোন আধিকারিককে ভিডিও কল বা একটা ফোন করলেই যথেষ্ট। দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন তিনি।
সম্ভবত রাজ্যের মধ্যে প্রথম ও মহকুমাশাসক মানস মণ্ডলের মস্তিস্কপ্রসূত এই উদ্যোগে সোমবার সকাল থেকে ব্যাপক সাড়া মিলছে। প্রচুর মানুষ সরাসরি মহকুমাশাসককে ভিডিও কল করে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। সমাধানও মিলছে চটজলদি।
শহরবাসীও মহকুমাশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কোন মাধ্যমে নয়, এই পরিস্থিতিতেও একেবারে সরাসরি নিজেদের সমস্যার কথা খোদ মহকুমাশাসকের কাছে পৌঁছে দিতে পেরে খুশি সকলেই।
আরও পড়ুনঃ কয়েকঘন্টা ছাড়, থার্মাল স্ক্রিনিং ছাড়াই বাড়ি ফিরছেন কর্মীরা
শিশু সন্তানকে নিয়ে বাড়িতে থাকা প্রিয়াঙ্কা নন্দী বলেন, ইতিবাচক পদক্ষেপ। তিনি নিজে মহকুমাশাসককে ফোন করেছিলেন দোকান খোলা থাকবে কিনা এবিষয়ে জানতে চেয়ে। তিনি বলেন মহকুমাশাসক মনোযোগ দিয়ে সব শুনেছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
এলাকাবাসীদের কথায়, এদিন মহকুমাশাসকের সঙ্গে ভিডিও কলে কথা বলাতেই সমস্যা সমাধান হচ্ছে। একসঙ্গে অনেকে ওনার কাছে গেলে সমস্যা বাড়বে। বিকল্প পথ হিসেবে এই ভিডিও কলিং ব্যবস্থা খুব ভালো। নিয়ম ভেঙ্গে বাড়ির বাইরে যেতে হচ্ছে না। আর সরাসরি নিজেদের সমস্যার কথা সরাসরি ওনাকে জানাতে পারছি।
এই বিষয়টি যাঁর মস্তিস্কপ্রসূত সেই মহকুমাশাসক মানস মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে কড়া নির্দেশ কেউ বাড়ির বাইরে বেরোবেন না। কিন্তু যাতে কেউ সমস্যায় না পড়েন তাই আমাদের ‘অফিসিয়াল ফোন নাম্বার’ গুলি বাইরে টাঙ্গানো রয়েছে।”
অফিসে না এসেও যাতে সকলে সমস্যার কথা ভিডিও কল বা সাধারণ ফোন কলে জানাতে পারেন সেই ভাবনা থেকেই এই উদ্যোগ বলে তিনি জানান।