#CoronaUpdate: দেশে মোট আক্রান্ত ৫৬২, মৃত ১১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এক, দুই, তিন করে ক্রমশ বেড়েই চলেছে সংখ্যাটা। বুধবার তামিলনাড়ুতে আরও একজনের মৃত্যুতে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১১।

৫৪ বছরের ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের (COVID-19) লক্ষণ দেখা দেওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে ক্রমশই তাঁর অবস্থা সঙ্কটজনক হয়।

অন্যদিকে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। দেশে মোট আক্রান্তের করোনা আক্রান্তের সংখ্যা ৫৬২।

সংক্রমণ ছড়িয়ে পড়ছে ক্রমশ উত্তর পূর্বের রাজ্যগুলিতে। প্রথম আক্রান্তের খবর পাওয়া গিয়েছে মিজোরামে। মধ্যপ্রদেশে নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের পিলভিটে আরও ১ জন আক্রান্ত হয়েছেন। লখনউয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে কেরল। এখনো পর্যন্ত ১০৯ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ১০১ জন আক্রান্তের সংখ্যা। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন।

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৮ জন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সি বিজয়ভাস্কর টুইট করে জানান, মঙ্গলবার রাতে তিন জনের নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এঁদের মধ্যে দু’জনের আবার বিদেশ সফরের ইতিহাস রয়েছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট