করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য মেসি- রোনাল্ডোর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা এই একটা শব্দই কার্যত ত্রাসের সঞ্চার করেছে বিশ্ব জুড়ে। করোনা থাবা থেকে মুক্তি পাইনি ক্রীড়া দুনিয়াও। বন্ধ করে দেওয়া হয়েছে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্সের বিভিন্ন ফুটবল লিগ।
এই অবস্থায় দাঁড়িয়ে করোনা আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দুই ফুটবল সুপার স্টার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
রোনাল্ডো ও তাঁর এজেন্ট ১০ লক্ষ ডলারের ও বেশি দান করেন। দুটি হাসপাতালে ১০ টি বিশেষ আই সি ইউ তৈরি করতেও অর্থ দান করেন।
অন্যদিকে বার্সেলোনার একটি হাসপাতালের পক্ষ থেকে মেসিকে ধন্যবাদ জানানো হয় সাহায্যের জন্য।
কত অর্থ তিনি দান করেছেন না জানা গেলেও বার্সেলোনার একটি ক্রীড়া দৈনিকের দাবি ১ মিলিয়নেরও বেশি অর্থ দান করেছেন তিনি।
অন্যদিকে করোনা আক্রান্ত আর্সেনাল আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা সুস্থ হওয়ার পথে।
করোনা সংক্রমণের জেরে উয়েফা, চ্যাম্পিয়নস লীগ ফাইনাল স্থগিত করে দিয়েছে। বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক।