করোনা কবলিত স্পেন, অব্যাহত মৃত্যু মিছিল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মৃত্যুর হিসেবে এবার চিনকেও ছাপিয়ে গেল স্পেন। গত ২৪ ঘণ্টাতে মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় ৪৪০ টি।

আক্রান্তের সংখ্যাও ইতি মধ্যেই ৪৫ হাজার টপকেছে। তবে সবথেকে খারাপ অবস্থা ইতালির। কোনো অবস্থাতেই সেখানে করোনা সংক্রমণ আটকানো যাচ্ছেনা।

ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৭৫০০ জনের। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। ক্রমেই নিরুপায় হয়ে পরছে ইতালির প্রশাসন।

আমেরিকাতেও করোনার ছায়া ভায়বহ আকার নিচ্ছে। ৬০০০০ মানুষের শরীরে মিলেছে এই ভাইরাসের উপস্থিতি। সবথেকে খারাপ অবস্থা আমেরিকার অন্যতম বড়ো শহর নিউইয়র্কের।

সেখানেই সব থেকে বেশি মানুষের আক্রান্ত হবার খবর মিলেছে। বেশ কিছু রাজ্য লকডাউন থাকলেও সমস্ত দেশে লকডাউন করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য মেসি-রোনাল্ডোর

আর এতেই চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে বিশেষজ্ঞদের। তবে লুসিয়ানা প্রদেশে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইংল্যান্ডের পরিস্থিতিও ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। টিউব ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন প্রশাসন।

করোনা ভাইরাস সংক্রমণে সারা বিশ্বে ১৯ হাজার ২৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৮১ টি দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৭ হাজার ৯৪০ জনেরও বেশি।

ইতালিতে সব থেকে বেশি ৬ হাজার ৮২০ জন কোভিড 19 সংক্রমণে মারা গেছেন।

স্পেনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৪ জনের। চীনে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৮১-তে।

ইরানে আজ নতুন করে ১৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে মোট ২ হাজার ৭৭ জন এই রোগে মারা গেলেন।

এদিকে ব্রিটেনের প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৭২ বছরের চার্লস, স্ত্রী ক্যামেলিয়ার সঙ্গে স্কটল্যান্ডে হোম আইসোলেশনে ছিলেন। ব্রিটেনে মৃতের সংখ্যা ৪২২।

সম্পর্কিত পোস্ট