করোনার কবলঃ কাজ হারানোর পথে কয়েক হাজার কর্মী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার ছায়ায় আর্থিক বিপর্যয়ের মুখে ইংলিশ ফুটবল। কাজ হারানোর মুখে কয়েক হাজার কর্মী। দু’সপ্তাহের বেশি সময় বন্ধ হয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ সহ বিভিন্ন টুর্নামেন্ট। আর এতেই বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পরতে চলেছে বড় থেকে ছোট সমস্ত ক্লাব।

টিভি সত্ত্ব ও টিকিট বিক্রি থেকে ভালো টাকা আয় করে ব্রিটিশ ক্লাবগুলি।  সম্প্রচার বন্ধ থাকায় সেই টাকার বড় অঙ্কই এবারে পাবে না তারা।

সেই সঙ্গে ম্যাচ টিকিট থেকেও আয় কমছে। আর এই সবের ফলেই আর্থিক খতির মুখে ক্লাব গুলি। ধাক্কা সামলাতে খরচ কমানোর পথে হাঁটছে বিভিন্ন ক্লাব।

কর্মী ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে ফুটবলারদের বেতনও এক ধাক্কায় অর্ধেক করা হতে পারে মরসুমের জন্য। তবে লীগ কমিটির এখন সবথেকে বড় চিন্তা কিভাবে শেষ করা যাবে লীগ।

করোনার ত্থাবায় ইতি মধ্যে পুরো ইংল্যান্ড জুড়েই কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাক্তন ইউনাইটেড তারকা রিও ফারদিনান্দ লীগ বাতিলের আবেদন জানিয়েছেন।

আগামী ৩ এপ্রিল লীগের ক্লাব গুলি বৈঠকে বসতে চলেছে সেই দিনেই ঠিক হতে পারে লীগের ভবিষ্যৎ।

সম্পর্কিত পোস্ট