#CoronaUpdateবাড়ানো হচ্ছে না লকডাউন,জানালো কেন্দ্র
তবে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা এখনই কেন্দ্রের নেই। এ বিষয়ে যাবতীয় খবরই ভুয়ো। সোমবার এমনটাই জানিয়ে দিল ভারত সরকার ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- বিশ্বের যে সকল দেশেই করোনা সংক্রমণ হয়েছে সেখানেই বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা ।
সাম্প্রতিক কালে মার্কিন প্রেসিডেন্টকেও লকডাউনের সময়সীমা বৃদ্ধির পথেই হাঁটতে হয়েছে ।
এক মাস বাড়ানো হয়েছে সেদেশের লকডাউন ।
তবে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা এখনই কেন্দ্রের নেই। এ বিষয়ে যাবতীয় খবরই ভুয়ো। সোমবার এমনটাই জানিয়ে দিল ভারত সরকার ।
করোনা ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন । কিন্তু, তা সত্ত্বেও কমানো যাচ্ছে না আক্রান্তের সংখ্যা ।
এসবের মধ্যেই গুজব, ২১ দিন পরে লকডাউনের সময় শেষ হয়ে গেলে হয়তো ফের নতুন করে তা জারি করা হতে পারে ।
যা সংবাদমাধ্যমে চর্চার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে । তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
Alert : There are rumours & media reports, claiming that the Government will extend the #Lockdown21 when it expires. The Cabinet Secretary has denied these reports, and stated that they are baseless#PIBFactCheck#lockdownindia #coronaupdatesindia #IndiaFightsCorona
— PIB India 🇮🇳 #StayHome #StaySafe (@PIB_India) March 30, 2020
সপ্তাহের প্রথম দিন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বলেন, “আমি এ ধরনের মিডিয়া রিপোর্ট দেখে অবাক হচ্ছি। লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই।”
সংবাদ সংস্থা পিটিআই সূত্রেও একই ইঙ্গিত মিলেছে।
[ আরও পড়ুন : ভিনরাজ্যে আটকে পরিযায়ী শ্রমিকরা,দুশ্চিন্তায় দিন গুনছে পরিবার ]
দেশজুড়ে Covid19-এর সংক্রমণ রুখতে ২৪ মার্চ, মঙ্গলবার থেকে দেশ জুড়ে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
চলবে আগামী ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত । তবে লকডাউনের বিধিনিষেধ সত্ত্বেও এখনো পর্যন্ত দেশে করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬১-তে ।
ইতিমধ্যেই এতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যুও হয়েছে । সঙ্কটজনক পরিস্থিতিতে জোর জল্পনা, হয়তো লকডাউনের সময় বাড়ানো হতে পারে।
তবে সে সব জল্পনাই গুজব বলে দাবি করেছে মোদী সরকার।