করোনা প্রভাবঃ বিভিন্ন ওয়ার্ডে খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান বিজেপির রাজ্য সম্পাদিকার
রাহুল গুপ্ত
করোনার করাল গ্রাসে জর্জরিত গোটা বিশ্ব। টোটাল লক বিশ্বের প্রায় প্রতিটি দেশই। লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ।যাচ্ছে এই রাজ্যও। মাসের শেষ দিন কলকাতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গেলেন বিজেপির রাজ্য সম্পাদিকা শর্বরী মুখার্জী।
আমজনতার হাতে তুলে দিলেন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী। যেদিন থেকে লকডাউন চালু হয়েছে সেইদিন থেকেই বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তিনি।
৩১ শে মার্চ, মাসের শেষের দিন সকাল থেকে রাত গেলেন যাদবপুর থেকে বেহালার বিভিন্ন ওয়ার্ডে।
আরও পড়ুনঃ #CoronavirusUpdateনোভেল করোনায় মৃত্যু মিছিল মার্কিন মুলুকে
সকাল ৮টা
প্রথমে গেলেন ১০৩ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে। প্রায় ৬০ টি পরিবারের হাতে পৌঁছে দিলেন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী।
দুপুর ১.৩০ মিনিট
১০৯ নম্বর ওয়ার্ডের মুকুন্দপুর অঞ্চলে ১০ টি পরিবারের হাতে তুলে দিলেন চাল , আলু , ডিম্ , সুজি।
সন্ধ্যে ৬টা
বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত ১৩১ নম্বর ওয়ার্ডে গেলেন শর্বরী। প্রায় ১০০ টি পরিবারে হাতে তুলে দিলেন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী।
এইভাবেই মাসের শেষ দিন যাদবপুর , বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সম্পাদিকা। সঙ্গে সঙ্গে বারবার সতর্ক করলেন কমপ্লিট লকডাউন যেন আমরা মেনে চলি তাহলেই করোনাকে হারিয়ে এই দেশ জিতবে।