টানা ১০ দিন লাগাতার খাদ্যদ্রব্য প্রদান অতনু প্রসাদ মিত্রের
রাহুল গুপ্ত
চলছে টানা লক ডাউন। দিন আনে , দিন খায় মানুষের চরম ভোগান্তি। কিন্তু পেট তো মানার নয়। খেতে হবে দুবেলা ভাত।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছায় দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু প্রসাদ মিত্র আয়োজন করলেন ৫ই এপ্রিল থেকে ১৪ ই এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন কলকাতার ৬৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন অঞ্চলে খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান প্রক্রিয়া।
৫ই এপ্রিল রবিবার সকাল ৯টা থেকে শুরু হবে খাদ্যদ্রব্য প্রদান। চাল , ডাল , আলু , সোয়াবিন দেবেন অতনু। প্রতিদিন সকালে দেওয়া হবে ৫০ জনকে , আবার বিকেলেও দেওয়া হবে আরও ৫০ জনকে।
সবমিলিয়ে প্রায় ১০০ জন করে প্রতিদিন দেওয়া হবে। নিজে দেবতা মহাদেবের ভক্ত অতনু প্রাসাদ মিত্র ওরফে ডিউক। এদিন শনিবার প্রতি শনিবারের মতোই এই কাজ শুরুর আগে কালীঘাট মন্দির চত্বর ঘুরে এলেন ।
সঙ্গে মন্দিরের বাইরে থেকেই মা কালী কে প্রণাম ও জানালেন। অতনু বললেন “গরিবদের অন্তত দুবেলা খাবার প্রদান করলে ওঁদের আশীর্বাদ পাওয়া যায় , যা জীবনে সব অন্ধকার কাটিয়ে দেয়।
তিনি মনে করেন করোনার হার হবেই , জিতবে ১৩০ কোটির এই লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর লড়াকু মনোভাবেই আজ পশ্চিম বাংলার মানুষ এতো কঠিন পরিস্থিতির মধ্যেই জীবন খুঁজে পান।
এদিন ভিডিও এর মাধ্যমে বাংলার মানুষকে ঘরে থাকার পরামর্শও দেন অতনু। তবে প্ৰাধানমন্ত্রীর শক্তি প্রদর্শন প্রক্রিয়ায় যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এদিন সেকথাও বলেন দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।