#CoronaVirus: লকডাউনের জেরে মুখভার পর্যটন শিল্পের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমনের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে ব্যবসা বানিজ্য থেকে শুরু করে একাধিক সেক্টর আর্থিক ক্ষতির মুখে।
সবচেয়ে বেশী ক্ষতির মুখে পরেছে পর্যটন শিল্প। ভরা মরসুমে খাঁ খাঁ করছে বিভিন্ন রিসোর্ট ও হোটেল। যার কারন লকডাউন। ফলে এই পর্যটন শিল্পের উপর ভিত্তি করে যাদের রুটি রুজি চলে , মাথায় হাত পড়েছে তাদের।
করোনা সংক্রমন রুখতে বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে আন্তঃরাজ্য সীমানা। বন্ধ বিদেশি পর্যটকদের আনাগোনা।
পর্যটন বাবস্যায় নিযুক্ত বিভিন্ন ব্যবসায়ীরা ইতিমধ্যে সরকারের সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফেও একাধিক এই আর্থিক মন্দা দূরীকরণে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত
ইতিমধ্যেই পর্যটন মন্ত্রকের সচিব যোগেন্দ্র ত্রিপাঠির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন বিভিন্ন পর্যটন ব্যবসায়ীরা। সেখানে জিএসটি মকুব থেকে কর্মীদের আর্থিক সাহায্য এবং বিমানের টিকিট বাতিলের পুরো টাকা ফেরত দেওয়ার মত বিভিন্ন দাবি পেশ করা হয়েছে।
তবে শেষমেষ ব্যবসায়ীদের সুবিধার্থে কী সিদ্ধান্ত গৃহীত হয়, সেটাই দেখার।