পুরোনো কার্ডে অমিল রেশন, অনাহারে দিন কাটাচ্ছেন অটোচালকের পরিবার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমন রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। এই কঠিন পরিস্থিতর মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন না খেতে পেয় রাজ্যের একজন মানুষও যাতে না মারা যান সেটাই হবে তাঁর প্রধান কাজ।
সেইমত রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বন্টন ও রেশনের ব্যবস্থা করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যাদের রেশন কার্ড নেই, সেই সমস্ত মানুষকেও রেশন দিতে হবে। এবার সেই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা তুতবারি এলাকায়।
রেশন না পেয়ে কার্যত অনাহারে দিন কাটছে অটোচালকদের পরিবারের। মালদা টুপারি এলাকার বাসিন্দা অটোচালক মিঠুন দাসের পরিবারে রয়েছেন তার স্ত্রী অনিতা দাস ৪ বছরের একটি শিশু।লকডাউনের জেরে বন্ধ রয়েছে যান চলাচল। এই মহুর্তে রোজগার না থাকায় রেশন টুকুই একমাত্র সহায় তাদের।
আরও পড়ুনঃ অসহায় মানুষদের খাদ্যসামগ্রাী বন্টন করলেন চন্দ্রীমা ভট্টাচার্য
কিন্তু নতুন ডিজিটাল রেশন কার্ড না থাকায় রেশন দোকানে গেলে রেশন ডিলার শেখর সাঁথিয়ার জানিয়ে দেন পুরাতন কার্ডে কোনোভাবেই রেশন দেওয়া যাবে না।
এনিয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন যারা এখন রেশন দোকান থেকে রেশন পাচ্ছেন না তাদেরকে পুরসভার তরফে সাহায্য করা হবে।
তিনি আরও বলেন, ফুড কর্পোরেশনের দফতর খুললে পুরাতন কার্ড গুলিকে আপডেট করে দেওয়া হবে। এদিকে প্রতিশ্রুতি মিললেও চরম অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে ওই অটোচালকের পরিবার।