রাজ্যেই তৈরী হবে হাইড্রক্সিক্লোরোকুইন, ছাড়পত্র পেল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় এবার রাজ্যে তৈরি হতে চলেছে করোনার ওষুধ অর্থাৎ হাইড্রক্সিক্লোরোকুইন।
মাসে প্রায় দেড় কোটি ওষুধ তৈরির ছাড়পত্র পেল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস।
বস্তুত রাজ্যবাসীকে করোনার হাত থেকে রক্ষা করতে এই উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নির্মিত এই প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনঃ পায়ে হেঁটে ভিনরাজ্য থেকে ফিরছেন শ্রমিকরা, কড়া নিরাপত্তা মালদায়
তবে এ ক্ষেত্রে রয়েছে কিছু সমস্যা। প্রতিষ্ঠানের তরফ থেকে জানা গিয়েছে ওষুধ তৈরির ছাড়পত্র পেলেও কাঁচামালের একটা সমস্যা রয়েছে। আর সে জন্য সরকারের সাহায্যের প্রয়োজন।
সরকারি উদ্যোগে মুম্বই এবং আমেদাবাদ থেকে যদি কাঁচামাল আনার ব্যবস্থা করা হয় তাহলেই ওষুধ তৈরিতে আর কোনও সমস্যা থাকবে না বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এতদিন বেঙ্গল কেমিক্যালস ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন ফসফেট ২৫০ তৈরি করত।
হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করার অনুমতি বেঙ্গল কেমিক্যালসের ছিল না। এবার সেই অনুমতি মিলল।