করোনার করালগ্রাসঃ চরম আর্থিক ক্ষতির সম্মুখীন বাংলার মৃৎশিল্পীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার কবলে সারা বিশ্বে। বিপর্যয়ের সম্মুখীন কৃষি, শিল্প সহ বিভিন্ন সেক্টর। বিপর্যয়ের সম্মুখিন বাংলার মৃৎ শিল্পীরাও।
বাংলার মৃৎ-শিল্পীরা ক্রমশ মৃত্যুর পথে এগিয়ে চলেছে। উত্তর ২৪ পরগনার ডানলপ বরানগর ,টবিন রোড ,নোয়াপাড়া অঞ্চল জুড়ে রয়েছে মৃৎশিল্পীদের কারখানা।
এই গভীর সংকটের সম্মুখীন পশ্চিমবঙ্গ রাজ্য অনুন্নত কুম্ভকার সমিতি বরানগর আঞ্চলিক কমিটির মৃৎশিল্পীরা। লকডাউনের ফলে সমস্ত পুজো বন্ধ। শেষ অন্নপূর্ণা পুজো।
আরও পড়ুনঃ কালীঘাটে যুবমৈত্রী ক্লাবে রেশন বন্টন – প্রচেষ্টায় অতনু প্রসাদ মিত্র
সামনেই বাংলার নববর্ষ।নেই লক্ষী-গণেশ মূর্তি বিক্রিও। এই সময়টা তাদের কারখানায় রীতি মতো কারিগরদের কাজের ঢল নেমে আসে।
নাওয়া-খাওয়া ফেলে শুরু হয় কাজ। কিন্তু আজ সব ফিকে। এই সময় থেকে বাইরের বিভিন্ন দেশ থেকে চলে আসে প্রতিমার বরাত।
তবে এবার কলকাতার পুজোর বরাত নিয়েই চিন্তিত তারা। বিদেশে তাদের তৈরী ঠাকুর পাড়ি তাদের কাছে এখন স্বপ্ন। ফলে বিরাট আর্থিক ক্ষতির মুখে বাংলার মৃৎশিল্পীরা
ইতিমধ্যে লকডাউনের জেরে সমস্ত কর্মচারী তাদের নিজ নিজ বাড়িও চলে গেছে। মৃৎশিল্পীদের ব্যবসা বন্ধ হওয়ায় তাদের ব্যাবসার সঙ্গে জড়িত অনেক ,কর্মচারী ,কারিগর ও মহাজন ক্ষতির সম্মুখীন।
তবে তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদনও জানিয়েছেন। যাতে তাদের অবস্থা বিচার বিবেচনা করে দেখা হয়।