#LockDownIndia: একনজরে কেন্দ্রের গাইডলাইন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৪ এপ্রিল জাতির উদ্দেশে ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩মে পর্যন্ত বর্ধিত করেন লকডাউনের মেয়াদ। পাশাপাশি তিনি আরও জানান ২০ এপ্রিলের পর সংক্রামিত স্থান ছাড়া অন্যান্য স্থানের উপর শর্তাধীন যাতায়াত করা যাবে। এই বিষয়ে আজ একটি গাইডলাইন প্রকাশ করে কেন্দ্র।
তাতে বলা হয়েছে ২০ এপ্রিলের পর কোন কোন বিষয়ে ছাড় পাওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দেশ জুড়ে বন্ধ থাকবে বাস-ট্রেন-বিমান পরিষেবা। কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও বন্ধ রাখা হবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।
আগামী ২০ এপ্রিলের পর ছাড় দেওয়া হবে কৃষি ক্ষেত্র, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স এবং আন্তঃরাজ্য পরিবহণ ব্যবস্থায়। এমনকি দুধ, দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগি, চা, কফির সরবরাহ, রবার বাগানের কাজ, লাইভ-স্টক ফার্মিং সহ বেশ কিছু ক্ষেত্রে ফের কাজ শুরু করা হবে।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে লকডাউনের ফলে মুষড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি। সেই পরিস্থিতিকে চাঙ্গা করার জন্যে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সহ গ্রামাঞ্চলে কর্মরত শিল্পগুলি; গ্রামাঞ্চলের রাস্তাঘাট, সেচ প্রকল্প, ভবন এবং শিল্প প্রকল্প গুলি; সেচ ও জল সংরক্ষণের কাজ এগুলোকে অগ্রাধিকার দিয়ে মনরেগার অধীনে কাজ ফের শুরু করা হবে; এবং এই বিষয়ে গ্রামীণ কমন সার্ভিস সেন্টারগুলির (সিএসসি) কর্মীদের ওই কাজগুলো পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে”।