করোনা–যুদ্ধে হিমালয়ের পাশে থাকার বার্তা, আল্পসে ভেসে উঠল ভারতীয় পতাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা–যুদ্ধে যে আজ সারা বিশ্ব এক হয়ে লড়ছে তার প্রমাণ আবার মিলল। ইওরোপের আল্পস্ পর্বতমালার ম্যাটারহর্ন চূড়ায় আলোকমালায় ভেসে উঠল ভারতের জাতীয় পতাকা। সুইৎজারল্যান্ডের সর্বোচ্চ গিরিশিখর ম্যাটারহর্নের উচ্চতা ১৪৬৯২ ফুট। তার উপরই স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আলোকসজ্জায় ভেসে ওঠে ভারতের জাতীয় পতাকা।
সুইশ পর্যটন দফতর জারম্যাট থেকে সেই ছবি টুইট করে লেখা হয়েছে, এই দুঃসময়ে করোনাভাইরাসকে হারিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিতে এবং ভারতবাসীর মনে আশা আর সাহস জোগীতেই তাদের এই উদ্যোগ।
আরও পড়ুনঃ করোনা আতঙ্ক, মৃত্যুর আবহে মহাকাশে ‘দ্বিতীয় পৃথিবী’র সন্ধান দিল NASA
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ছবি ফের টুইটারে শেয়ার করে ভারতের পাশে থাকার জন্য সুইশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘বিশ্ব কোভিড–১৯ একসঙ্গে লড়ছে।মানবতা এই মহামারীর বিরুদ্ধে জিতবেই।’ জেনেভায় অবস্থিত ভারতীয় বনকর্মী গুরলিন কৌরও ওই ছবি শেয়ার করে লিখেছেন, ‘হিমালয় আর আল্পস্–এর বন্ধুত্ব।’
The world is fighting COVID-19 together.
Humanity will surely overcome this pandemic. https://t.co/7Kgwp1TU6A
— Narendra Modi (@narendramodi) April 18, 2020
গত এক সপ্তাহ ধরে ইতালির সীমান্ত লাগোয়া পর্বতের উত্তর এবং পূর্ব অংশে সূর্যাস্ত থেকে প্রতি রাতে বিভিন্ন আলোকসজ্জায় সাজাচ্ছেন আলোকশিল্পী জেরি হফস্টেটার।
তিনি জানালেন, প্রথমে নিজের দেশ সুইৎজারল্যান্ডের জাতীয় পতাকা, তারপর ইতালির জাতীয় পতাকা আলোকসজ্জায় আঁকা হয়েছিল আল্পসের গায়ে। এছাড়া ‘বাড়িতে থাকুন, সুস্থ থাকুন’, ‘একতা’, ‘আশা’ ধরনের উপদেশও লেখা হয়েছিল।