বাইসনের আতঙ্কে চাঞ্চল্য কোচবিহারে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রবিবার ভোরে বাইসনের আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার ২নং ব্লকের মরিচবাড়ি – খোল্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের উত্তর মরিচবাড়ি পার্শ্ববর্তী বেশকিছু এলাকায় ।

এদিন ভোরে এই উত্তর মরিচবাড়ি এলাকাতেই প্রথম দুটি বাইসন চোখে পড়ে গ্রামবাসীদের। এরপর এই বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বাইসন দুটিকে দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।

বনদফতরের কর্মীরা আসার আগেই উত্তর মারিচবাড়ি সহ মরিচবাড়ি টাংগাইল পাড়া, মধ্য মরিচবাড়ি, বাবুরহাট এলাকায় দাপিয়ে বেড়ায় এই বাইসন দুটি।

আরও পড়ুনঃ  রেড জোন হাওড়া, লকডাউন মানাতে নাস্তানাবুদ পুলিশ কর্মী

এরপর মরিচবাড়ি হরি মন্দির সংলগ্ন এলাকায় ঘুমপাড়ানি গুলি করে একটি বাইসনকে উদ্ধার করে বনদপ্তর এর কর্মীরা এবং আরেকটি বাইসন ধরা পড়ে খোল্টা এলাকায়। তাকেও ঘুমপাড়ানি গুলি করে নিজেদের আয়ত্ত্বে আনেন বনকর্মীরা। এদিন বড় কোন ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার ঘটনা না ঘটলেও একজন গ্রামবাসী সামান্য আহত হন।

সংশ্লিষ্ট এলাকার পার্শ্ববর্তী স্থানে রয়েছেন পাতলাখাওয়া এবং চিলাপাতা বনাঞ্চল। এখান থেকেই লোকালয়ে ঢুকে পড়েছে এই বাইসন দুটি বলে মনে করছে বনদপ্তর। বনদপ্তরের আধিকারিকরা জানান, স্থানীয় গ্রামবাসীদের সাহায্য এই বাইসন দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।

উদ্ধারের পর বাইসনগুলিকে স্বাস্থ্য পরীক্ষার পর  চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট