জামুড়িয়ায় আহত আধিকারিকে ফোন মুখ্যমন্ত্রীর, পরামর্শ সাবধানতা অবলম্বনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত বৃহস্পতিবার আহত জামুড়িয়া আধিকারিক সুব্রত ঘোষের ফোনে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি চিন্তা না করে নিজের যত্ন নেওয়ার পরামর্শও দিলেন।

ফের আজ আরও একবার খোঁজ খবর নিতে পাঠান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষক দীপ্তাংশু চৌধুরী, আসানসোল মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে। সুব্রত বাবুকে দেখতে আসার সময় দিদির দেওয়া ফল নিয়ে আসেন।

উল্লেখ্য গত মঙ্গলবার জামুড়িয়া থানার চুরুলিয়া গ্রামে সরকারি যুব আবাসনকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তুলে ছিল প্রশাসন। এই কোয়ারেন্টাইন সেন্টার সরানো কে কেন্দ্র করে পুলিশের উপর ইট, গুলি ও বোম দিয়ে হামলা চালায়। এই ঘটনায় জামুড়িয়া থানার আধিকারিক সুব্রত ঘোষের ডান পায়ে গুরুতর আঘাত লাগে।

ওই দিন রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হয় । জানা গেছে রড ও প্লেট বসানো হয়। বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক বড় আধিকারিকের ফোনে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সুব্রত বাবুর সঙ্গে কথা বলেন।

পাশাপাশি সুব্রত বাবুকে সাবধানে থাকার পরামর্শ দেন বলে জানা যায় পুলিশ মহল থেকে।মুখ্যমন্ত্রী এই মহামারীর সময় উপযুক্ত সাবধানতাও অবলম্বন করতে বলেন সুব্রত বাবুকে বলেও জানা যায়।

দীপ্তাংশু চৌধুরী বলেন মাননীয়া মুখমন্ত্রী দিপাতাংশু বাবু কে পাঠান এবং তিনি তার কাছে মুখমন্ত্রীর দেওয়া ফল সুব্রত ঘোষের হাতে তুলে দেন। মমতা ব্যানার্জী বার্তা সুস্থ হয়ে উঠুন এবং পুনরায় কাজে যোগ দিন।

অন্য দিকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বলেন মাননীয়া মুখমন্ত্রী দিপতাংশু বাবু কে পাঠিয়েছেন জামুড়িয়া ওসি সুব্রত ঘোষ মহাশয় কে কেমন আছেন,কি অবস্থায় আছেন এবং মুখমন্ত্রী মমতা ব্যানার্জী বার্তা সুস্থ হন ভালো করে থাকুন এবং সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিন।

সম্পর্কিত পোস্ট