করোনার জেরে সাময়িকভাবে অভিবাসন বন্ধ রাখবে ‌ট্রাম্প প্রশাসন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে অভিবাসন ( immigration) বন্ধ করতে চলেছেন। ‌ করোনা ভাইরাস‌ অতি মহামারীর আকার ধারণ করায় আমেরিকায় ৪০,০০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এই‌ পরিস্থিতিতে ‌ ট্রাম্প জানিয়েছেন, তিনি সাময়িক অভিবাসন বন্ধ রাখার ব্যাপারে এক্সিকিউটিভ অর্ডারে‌ স্বাক্ষর করবেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ইতিমধ্যে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩,০৯৪ জনের। তাছাড়া করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭,৫০,০০০।

সোমবার রাতেই টুইট করে ট্রাম্প জানিয়েছেন, অদৃশ্য শত্রু আক্রমণের কারণে এবং মার্কিন নাগরিকদের কাজের সুরক্ষার জন্য তিনি ইউনাইটেড স্টেটে সাময়িক অভিবাসন বন্ধ রাখার জন্য এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করবেন।

তবে এই এক্সিকিউটিভ অর্ডার এর ব্যাপারে বিস্তারিতভাবে এখনও কিছু জানা যায়নি।

তাছাড়া তিনি কখন কোথায় এই স্বাক্ষর করবেন তারও কোনও ইঙ্গিত দেননি। যদিও ট্রাম্প অভিবাসন ভিসা সাময়িক বন্ধের কথা বলেছেন, সেখানে এইচ ওয়ান বি ভিসা যেটা ভারতীয় তথ্য-প্রযুক্তি পেশাদারদের মধ্যে খুব জনপ্রিয় সেটা হল নন ইমিগ্রান্ট ভিসা।

দূর্বল পরিকাঠামো – করোনা বিরোধী লড়াই লড়ছে বিচ্ছিন্ন গাজা

কিন্তু তিনি মার্কিন নাগরিকদের কাজের সুরক্ষার কথা উল্লেখ করায় অনেকেই ইঙ্গিত পাচ্ছেন‌ বর্তমান পরিস্থিতি তার লক্ষ্যে রয়েছে এই নন ইমিগ্রান্ট ওয়ার্ক ভিসাও। এদিকে ইতিমধ্যে মার্কিন মুলুকে বিরাট সংখ্যক কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় উদ্বিগ্ন এইচ ওয়ান বি ভিসা হোল্ডাররা।

করোনা ভাইরাসের প্রভাবে‌ যেভাবে দুনিয়াজুড়ে ব্যবসা মার খাচ্ছে তার জেরে ভবিষ্যতে সেখানে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে ভারতীয় পেশাদারদের।

আর সেই কারণেই ট্রাম্প প্রশাসনের কাছে তারা দাবি করেছেন চাকরি না থাকলেও সে দেশে থাকার অনুমতি ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করার জন্য।

সম্পর্কিত পোস্ট