স্ক্রিনে নয়, পথে নেমেই কাজ করা বেশি পছন্দের বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিনি কেন পথে নেমে কাজ করছেন, বারবার কটাক্ষ করছেন বাংলার বিজেপি নেতারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বরাবর কঠিন পরিস্থিতিতেও পথে নেমেই কাজ করতে অভ্যস্ত তা তিনি আবার স্পষ্টতই জানিয়ে দিলেন।

প্রায় দিনের মতোই বৃহস্পতিবারও রাস্তায় নেমে করোনা আবহে মানুষকে সচেতনতার পাঠ দিলেন। প্রথমে তিনি যান মৌলালি ও পরে বেহালায়।

সেখানেই তিনি গাড়িতে বসে মাইক্রোফোন হাতে বলেন, ‘দেশের অনেকেই দেখছি ভিডিয়ো স্ক্রিনের পাশ থেকে উঠছেন না। আমরা কিন্তু রাস্তায় আছি। ভিডিয়ো স্ক্রিনের সামনে বসে মানুষের কাজ করা যায় না।’

উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই বারবার বৈঠক করছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গেই হোক বা প্রশাসনিক বৈঠক যাবতীয় কাজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই সারছেন তিনি।

“রাস্তায় নেমে মাননীয়া মুখ্যমন্ত্রী যা করছেন আমাদের শেখা উচিত”: অন্নপূর্ণার সপ্তম দিনে বললেন অতনু প্রসাদ মিত্র

এখনও পর্যন্ত রাস্তাঘাটে দেখা যায়নি তাঁকে। এই পরিস্থিতিতে মমতার আক্রমণের নিশানায় মোদী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে বলেন, ‘রাস্তায় থেকে মানুষের কাজ করতে গিয়ে আমার যদি করোনা হয়, তাহলে হবে। আমি বরং তাতে গর্ববোধ করব যে মানুষের কাজ করতে গিয়ে আমার করোনা হয়েছে।’

এদিনও গাড়িতে বসেই মাইকে বক্তব্য রাখেন তিনি। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের জন্যই কিছু ব্যবস্থা করা হয়েছে। যাতে আপনারা ভালো থাকেন। চিন্তা করবেন না। নিজেদের খেয়াল রাখুন। কোন কিছুর দরকার হলে পুলিশকে বলুন, তাঁরাই বাড়িতে সব দিয়ে আসবে।’

সম্পর্কিত পোস্ট