যোগীর রাজ্যে লক ডাউনে ক্রিকেট , গ্রেফতার ২০
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরছেন বিভিন্ন জায়গায়, এসেছেন এই রাজ্যেও। কিন্তু খোদ উত্তরপ্রদেশের ছবি দেখলে কি বলবে কেন্দ্রীয় প্রতিনিধি দল , জানা নেই।
বাবার মৃত্যুতেও শেষকৃত্যে যাননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি সেই বিষয়টিকে হাতিয়ার করে প্রচার করতে শুরু করে, লকডাউন কীভাবে মানতে হয়, দেখাচ্ছেন ‘যোগীজি’।
আর সেই উত্তরপ্রদেশেই কিনা লকডাউনের দফারফা করে ক্রিকেট ম্যাচের আয়োজন করে বসলেন এক বিজেপি নেতা। উত্তরপ্রদেশের বারাবানকি জেলার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লকডাউনের মধ্যেই খবর আসে বারাবানকি জেলার পানাপুর গ্রামে ক্রিকেট ম্যাচের আসর বসেছে। আর সেই ক্রিকেট ম্যাচের আয়োজক স্বয়ং এলাকার বিজেপি নেতা সুধীর সিং।
করোনা আবহে রমজানে যত্রতত্ৰ থুতু না ফেলার অনুরোধ ইমামদের
খবর পেয়েই ওই গ্রামে হানা দেয় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পায়, খেলার মাঠ ঘিরে ভিড়। সেখানে ক্রিকেট খেলছেন অন্তত ২০ জন। তাঁদের সঙ্গে মেতে রয়েছেন বিজেপি নেতা সুধীর সিংও।
দেশজুড়ে যখন প্রবলভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, লকডাউনকে আরও কঠোর করার প্রস্তাব দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেখানে বিজেপি নেতার এহেন কীর্তিতে অবাক সকলেই। বিড়ম্বড়ায় পড়েছে বিজেপিও।
আর সেই বিড়ম্বনার কারণেই সুধীর সিং-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সংবিধানের ২৬৯ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও গ্রেফতার হওয়া বিজেপি নেতার ঘনিষ্ঠদের দাবি, উত্তরপ্রদেশের যে ১১টি জেলাকে করোনা-মুক্ত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে বারাবানকিও।
সেই কারণেই মানুষের মন থেকে আতঙ্ক মুছতে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও এমন হাস্যকর অজুহাতের আড়ালে অশনিসংকেত দেখছেন বিশেষজ্ঞরাই।