‘জম্মু–কাশ্মীরে এবার পাকিস্তান কোভিড–১৯ রোগী ঢোকাচ্ছে’, দাবি কাশ্মীরের পুলিশ প্রধানের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাকিস্তান নাকি ভারতে কোভিড–১৯ ছড়িয়ে দিতে জম্মু–কাশ্মীরে করোনা–রোগীদের পাঠাচ্ছে। এমনটাই দাবি করলেন জম্মু–কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং।
সম্প্রতি তিনি গান্ডেরবাল জেলার একটি কোভিড–১৯ কোয়ারানটাইন সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই তিনি দাবি করেন, ‘সব কিছু সামনে চলে এসেছে। এর আগে পাকিস্তান কাশ্মীরে জঙ্গি পাঠাত।
কিন্তু এখন সেখানে করোনাভাইরাস রোগীদের পাঠাচ্ছে ওই অঞ্চলে এই রোগ ছড়িয়ে দিতে। এটা খুব উদ্বেগজনক এবং আমাদের এটা সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে।’
আবার ছন্দে ফিরবে আমাদের মুম্বাই …. অপেক্ষা সময়ের , বাণিজ্য নগরীর কথা, পর্ব ২
সপ্তাহখানেক আগেই সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার বলেছিলেন, গোয়েন্দা সূত্রে তাঁরা খবর পেয়েছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে–তে করোনা–আক্রান্তদের পাঠাচ্ছে পাকিস্তান যাতে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।
তারপরই জম্মু–কাশ্মীর পুলিশ প্রধানের এই দাবি নিঃসন্দেহে উদ্বেগের উদ্রেক করেছে প্রশাসন এবং সেনাবাহিনীর মনে।
প্রসঙ্গত, পিওকে–র মীরপুর জেলায় ইতিমধ্যেই ৫০জন করোনা–রোগীর সন্ধান মিলেছে। এবং জম্মু–কাশ্মীরে এপর্যন্ত মোট ৪০০জন আক্রান্ত হওয়ার খবর রয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই কাশ্মীর উপত্যকার বাসিন্দা।