কেন্দ্রীয় প্রতিনিধিরা ভুল তথ্য দিয়েছে মন্তব্য ডাঃ শান্তনু সেনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এমআর বাঙুর হাসপাতাল সম্পর্কে ভুল তথ্য দিয়েছে। ঠিক মত না জেনে রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে ভুল তথ্য দিয়েছে। কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্য সরকারে কলুষিত করার চেষ্টা করছে বলো তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেন।

তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের উদ্দেশ্য বলেন, প্রথম থেকেই তাঁরা এমন পদ্ধতিতে কাজ করছেন যে বোঝাই যাচ্ছে উদ্দেশ্য প্রনোদিতভাবেই রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। চিঠিটা যে ভুলে ভরা মিথ্যে তথ্য দিয়ে তা অক্ষরে অক্ষরে প্রমাণিত।

তাঁর কথায়, তাঁরা লিখেছেন কোনও একটা সোস্যাল মিডিয়ায় দেখাচ্ছে চার ঘণ্টা ধরে মৃতদেহ পড়ে আছে। আপনারা মেডিক্যালের বিষয় যখন দেখছেন, হাসপাতালে যখন যাচ্ছেন তখন আপনাদের এখানে আসার আগে মেডিক্যাল সংক্রান্ত কিছু বিষয় অন্তত জেনে আসা উচিত।মেডিক্যাল সায়েন্স বলছে একজন মানুষ মারা যাওয়ার পর তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। ওই সময়ের মধ্যে হঠাৎ করে রেয়ার কেসে বেঁচে উঠতে পারে। সেই কারণে চার ঘণ্টার আগে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় না। তার আগে কী করে মর্গে দেহ ঢোকানো সম্ভব। গোটা ঘটনায় আমি তীব্র বিরোধীতা করছি।’

যে রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বেশী সেদিকে নজর দিক কেন্দ্রঃ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

শান্তনু জানান, এমআর বাঙুর নিয়ে কেন্দ্র বলেছে ৩৫৬ টা কোভিড রোগী আছেন। এটা ভুল ২৩ এপ্রিল পর্যন্ত এখানে ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে মাত্র তিন জনের ভেন্টিলেশন লেগেছে। কেন্দ্র বলেছে ভেন্টিলেটর কম। কিন্তু তা নয় এমআর বাঙুরে ২৩ টা ভেন্টিলেটর আছে। তার মধ্যে ১২ টি হল শুধুমাত্র কোভিড পজিটিভ এবং ১১ টা হল সন্দেহজনক কোভিডের জন্য। কোভিড রোগী ভাল হলে বাড়িতে পাঠালে বা রেফার করলে সরকার নিজেদের দায়িত্বে গাড়িতে পাঠায়। এখানে সোস্যাল ডিস্ট্যান্সিং মানা হয়নি সেটাও ভুল তথ্য।

টেস্ট রিপোর্ট দেরি হয় সেই বিষয়ে শান্তনু বলেন, ভুল কিট পাঠানোর জন্য টেস্টই হচ্ছে না সেটা আগে কেন্দ্র দেখুক। র‌্যাপিড টেস্ট করতে আমাদের দেরি হচ্ছে। এক এক দিন দেরি হলে তার দায় কে নেবে?‌

ভুল কিটে প্রথম দিন পরীক্ষা হওয়ায় যদি রিপোর্ট ভুল হয় তাহলে আগামী দিনে গোটা সমাজকে ভুগতে হবে। তার দায়িত্ব কী কেন্দ্রীয় সরকার নেবে?‌

সম্পর্কিত পোস্ট