লকডাউনের মাঝেই চলছে খাদ্যদ্রব্য বিতরণ, উপকৃত বহু পরিবার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। বন্ধ দোকানাপাট। এরই মাঝে শিশু হাসপাতালে রোগীদের আত্মীয়দের খাবার বিতরণ পরিষেবা থেকে শুরু করে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য খাবার বিতরণ পরিষেবা একটানা চালিয়ে ৩০ দিন অতিক্রান্ত হলো সোমবার।
শুরুর দিন থেকে অস্থায়ী রান্নাঘরে তৈরি করা খাবার বিতরণ করা হয়েছে প্রতিদিন। খাবার তালিকায় ভাত ডাল তরকারি ডিম মাছ নানারকম মিলিয়ে খাবার পরিবেশিত হয়েছে।
কঠিন সময়ে সাড়া দিয়ে পুরোহিতদের পাশে প্রশাসন
রীতিমত দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ও অন্যান্য নিয়ম মেনেই আমাদের পরিষেবা চলেছে।গৌতম সোম চৌধুরী বিজয় দত্ত অভিক দাস সোহম শিকদার বিশাল খান্ডেলওয়াল সহ সমস্ত কর্মকর্তারা এই পরিষেবা চালু রাখতে ভীষণ পরিশ্রম করে চলেছে।
এছাড়াও এই পরিষেবা চালাতে সাহায্য করেছেন ওসি ফুলবাগান করুনা শঙ্কর সিং দিল্লি নিবাসী বিশিষ্ট লেখিকা কাজরী মজুমদার ও তাঁর পাঠক পরিবার সহ আরো বিশিষ্ট জনেরা।
সংগঠনের সচিব রঞ্জিত দে জানান এই পরিষেবা আগামী লকডাউনের দ্ধিতীয় ভাগ শেষ দিন ৩ মে পর্যন্ত এই পরিষেবা চলবে।