২২ মে ৯৭% করোনা মুক্ত হবে ভারত বলছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিসাইন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৩৮০। মৃতের সংখ্যা ৮৮৬। শেষ ২৪ ঘন্টায় ( এই রিপোর্ট লেখা পর্যন্ত ) মৃত্যু হয়েছে ৬০ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৩৬২ জন।

রাজ্য মুখ্যসচিবের রিপোর্ট অনুযায়ী করোনা আক্রান্ত চিকিৎসাধীন ৫০৪ জন , মৃত্যু হয়েছে ২০ জনের , এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত ১০৯ জন ,

এই পরিস্থিতিতে আশার আলো দেখা দিয়েছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিসাইন এর গবেষণা। সম্পূর্ণ গাণিতিক মডেলের উপর ভিত্তি করা গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

গবেষণা অনুযায়ী ২২ মে ৯৭% করোনা মুক্ত হবে ভারত । ১ জুন তা বেড়ে হবে ৯৯% এবং ২৬ জুলাই পুরো ১০০% করোনা মুক্ত হবে ১৩০ কোটির দেশ।

S . I . R . পদ্ধতি তে এই গবেষণা করেছে সিঙ্গাপুর এর ওই ইউনিভার্সিটি। S মানে সাসেপ্টেবল ( ধারণে সমর্থ ) I . মানে ইনফেক্টেড ( সংক্রমিত ) এবং R মানে রিকভার্ড ( সুস্থ ) এই নিয়মেই করা হয়েছে গবেষণা।

করোনা আবহ : ২৮৪ বছরে প্রথম থমকে গেলো পুরীর রথের চাকা, হবে না প্রভুর স্নানযাত্রাও

শুধু ভারত নয় , এই পদ্ধতিতে বিশ্বের বাকি ১৩১ টি দেশগুলোর জন্যও এই গবেষণা চালানো হয়েছে। তাতে বলা হচ্ছে আমেরিকা ২৭ অগাস্ট , ইতালি ২৫ অগাস্ট, স্পেন ৭ অগাস্ট , ব্রিটেন ১৪ অগাস্ট পুরোপুরি সক্রমণ মুক্ত হবে। তবে লক ডাউন উঠার পর কি পরিস্থিতি হবে তা কিন্তু এই গবেষণার অঙ্গ নয়।

এই গবেষনা শুধুমাত্র পরিসংখান ও গাণিতিক ভিত্তির উপর নির্ভরশীল।

বিশেষজ্ঞরা ও বলছেন ধাৰণা ও তথ্যের উপর বৃত্তির করেই এই ধরনের গবেষণা তৈরি হয়। এই পরিস্থিতি তে কোনো কিছুই অগ্রাহ্য করা যায় না।

তবে সব উত্তর দেবে সময় । হয়তো এই কালো মেঘের আড়ালে কিছুটা হলেও আশার এল দেখলো সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিসাইন এর গবেষণা তা বলা যেতেই পারে।

সম্পর্কিত পোস্ট