হাওড়ায় বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে খাদ্য, ওষুধ সবকিছু, লকডাউনে কঠোর প্রশাসন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফোন করলেই মুদিখানার সামগ্রী পৌঁছে যাচ্ছে বাড়িতে। পাড়ায় পাড়ায় গাড়ি ঘুরে জোগান দেওয়া হচ্ছে সবজি, মাছ, মাংসেরও। বাসিন্দারা যাতে নিশ্চিন্তে শুধু ঘরেই থাকে তার সব ব্যবস্থা করা হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট ও পুরনিগমের পক্ষ থেকে।
এত কিছুর পরও রাস্তায় বেরোচ্ছিলেন লোকজন। সিটি পুলিশের এক কর্তা বলছিলেন, ‘তাঁদের জিজ্ঞেস করলেই কোনও প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কিনতে যাওয়ার কথা বলতেন। তাই আমরা এখন থেকে বাড়ি বাড়ি ওষুধপত্র পৌঁছে দেওয়া চালু করছি।’
বালি থেকে বটানিক্যাল গার্ডেন পর্যন্ত ১২টি থানা এলাকায় এই ব্যবস্থা কার্যকর হচ্ছে। থানাগুলি হল বালি, বেলুড়, লিলুয়া, মালিপাঁচঘরা, গোলাবাড়ি, হাওড়া, শিবপুর, জগাছা, চ্যাটার্জিহাট, ব্যাঁটরা, দাশনগর ও বটনিক্যাল গার্ডেন। এ সব এলাকায় মুদিসামগ্রী, ওষুধপত্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কমিশনারেটের তরফে ‘হাওড়া সিটি পুলিশ হোম ডেলিভারি কন্ট্যাক্ট পোর্টাল’ শীর্ষক একটি পোর্টাল চালু করা হয়েছে।
ক্যান্সার যুদ্ধে রিয়েল লাইফে হেরে গেলেন অভিনেতা ইরফান
সেখানে প্রতিটি থানা এলাকায় ওষুধপত্র ও মুদিখানা সামগ্রী পেতে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাঁদের নাম ও ফোন নম্বর দেওয়া রয়েছে। ডেলিভারির কাজে গতি আনতে স্থানীয় ক্লাবগুলির সাহায্য নেওয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে।
প্রসঙ্গত মঙ্গলবার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডের ঘটনার পর থেকে হাওড়া নিয়ে আরও তৎপর প্রশাসন। লকডাউন মানাতে কোনোভাবেই যে আর ছাড় দেওয়া হবে না তা স্পষ্ট।