পেশোয়ারের ‘কপূর হাভেলি’ সংরক্ষণের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ ইমরান সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত ঋষি কপূরকে শোকে, শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে পাকিস্তানেও। বেশ কিছুদিন ক্যান্সারে ভুগে গত বৃহস্পতিবার মারা গিয়েছেন কপূর পরিবারের সদস্য এই জনপ্রিয় অভিনেতা।
ঘটনাচক্রে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরাট ভূমিকা পালন করা এই পরিবারের শিকড় ওয়াগার ওপারে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের কিসা খাওয়ানি বাজারে।
“দ্বিতীয় বিশ্বযুদ্ধ ,পাক-যুদ্ধ , ভারতের স্বাধীনতা দেখেছি ,দেখিনি এই ছবি” মন্তব্য আশা ভোঁসলের
সেখানে তাদের বাড়ির নামই ছিল ‘কপূর হাভেলি’।
দেশভাগের জেরে তারা এপারে চলে আসেন। ১৯৯০ সালে ভাই রণধীর কপূরকে নিয়ে বাপ-ঠাকুর্দার ভিটে দেখতে গিয়েছিলেন ঋষি। ওখানেই জন্ম হয়েছিল তাঁর দাদু পৃথ্বীরাজ, বাবা রাজ কপূরের।
ঋষির অনুরোধ মেনে ২০১৮-য় পাকিস্তান সরকার সেই বাড়িটি মিউজিয়ামে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আর্থিক সঙ্কটে প্রয়াত অভিনেতার পৈত্রিক ভিটেকে সংরক্ষণের প্রতিশ্রুতি পালন করতে পারেনি ইমরান খান সরকার।