ভোপাল ঘটনার পুনরাবৃত্তি, বিশাখাপত্তনমে গ্যাস লিক দুর্ঘটনায় মৃত ৮
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোপালের ঘটনার পুনরাবৃত্তি আবারও। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গ্যাস লিক দুর্ঘটনায় মৃত এক শিশু সহ সাত জন। ৮০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের আর আর ভেঙ্কটাপুরমের এলজি পলিমার ইন্ডাস্ট্রিতে গ্যাস লিক হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।
দেশজুড়ে লকডাউনের কারণে বন্ধ ছিল এই পলিমার কারখানা। কিন্তু বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনায় ১২০ জন আহত হয়েছে।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আর কে মিনা জানিয়েছেন, গ্যাস বন্ধ করা গিয়েছে। এনডিআরএফ দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনাস্থল থেকে আক্রান্তদের উদ্ধার করার কাজ চলছে।
আক্রান্তদের সঙ্গে দেখা করতে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সরকার সমস্ত ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।
After gas leakage was reported in the factory, lockdown procedure was initiated immediately. Local admin was informed. Gas was neutralized to harmless liquid form. But, little gas escaped factory premises&affected people in nearby areas: Andhra Pradesh Min MG Reddy. #VizagGasLeak pic.twitter.com/hTuXP9ejd0
— ANI (@ANI) May 7, 2020
ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Saddened by the news of gas leak in a plant near Visakhapatnam which has claimed several lives. My condolences to the families of the victims. I pray for the recovery of the injured and the safety of all: President Ram Nath Kovind. #VizagGasLeak pic.twitter.com/Q2JwKSF0HB
— ANI (@ANI) May 7, 2020