করোনার কবলে এবার পুলিশকর্মী ও ব্যাঙ্ককর্মী, একনজরে ৭ জেলার করোনা আপডেট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার জোঁড়াসাকো থানার এক সাব ইন্সপেক্টর এবং ময়দান থানার এক কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্টেট ব্যাঙ্কের এক শীর্ষ আধিকারিকও ঐ হাসপাতালে ভর্তি। বুধবার তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এখন সেখানে ৩২ জনের চিকিৎসা চলছে।
অন্যদিকে, সল্টলেকের বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬ জন করোনা আক্রান্ত রোগী। বেলেঘাটার আই ডি হাসপাতালে চিকিৎসা চলছে ৩০ জনের ।
বর্ধমান
- পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে আজ করোনা আক্রান্তের কোনো খবর নেই।
- বর্ধমানের বামবটতলার বেসরকারি প্রি কোভিড হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন ২৮ জন।
- নতুনকরে ভর্তি হয়েছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৯ জনকে।
- ক্রিটিকাল কেয়ার ইউনিটে রয়েছেন ৯ জন। ভেন্টিলেটরে আছেন ২ জন।
- ৮ জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
- আজ ৬২ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
উত্তর২৪পরগণা
- উত্তর ২৪ পরগনা জেলায় আজ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮।
- মৃতের সংখ্যা ২১।
- নতুন করে ৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বীরভূম
- বীরভূমে করোনা আতঙ্ক অব্যাহত। এপর্যন্ত জেলায় ৬ জন আক্রান্ত।
- রামপুরহাট স্বাস্থ্য জেলা থেকে ৪ জন এবং সিউড়ি স্বাস্থ্য জেলা থেকে ২ জনের নমুনায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
- গত সপ্তাহে আক্রান্ত মল্লারপুরের ৩ জনকে “দুর্গাপুর সনোকা হাসপাতালে” চিকিৎসার জন্য পাঠানো হলেও বাকি ৩ জনকে বীরভূমের “বোলপুর গ্লোকাল করোনা হাসপাতালে” চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
- জেলায় আজ পর্যন্ত গভঃ কোয়ারান্টিনে ভর্তি রয়েছেন ৬৬৬ জন।
- আইসোলেশনে ভর্তি রয়েছেন ১৭ জন।
- শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা থেকে মোট ৯৩৩ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
- তার মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪৭৭ জনের।
- এখনো ৪৫৬ জনের রিপোর্ট হাতে আসেনি বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
কলকাতায় কনটেন্টমেন্ট অঞ্চলের সংখ্যা কমেছে ১৫টি, বেড়েছে উত্তর ২৪ পরগণা ও হাওড়ায়
কোচবিহার
- নতুন করে ১৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।
- এর আগে ১২৫১ জনের পরীক্ষা হয়েছে যার প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছিল।
- জেলায় হোম কোয়ারেন্টাইন রয়েছেন ১৫০০ জন।
- সরকারি কোয়ারেন্টাইন এ রয়েছেন ৭৩৬ জন।
নদীয়া
- নদীয়া জেলায় নতুন করে ২৯ জনের স্যাম্পল কলকাতায় পাঠানো হয়েছে।
- করোনা সন্দেহে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করতে হয়েছে।
- বর্তমানে মোট ১১০ জন জেলার বিভিন্ন আইসোলেশন ওয়ার্ডে রয়েছে।
- এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে নতুন করে ২৭ জনকে আনা হয়েছে।
- বর্তমানে জেলার কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে ১২৯ জন রয়েছে।
- অন্যদিকে এ পর্যন্ত ১২০১ জনকে কোয়ারেন্টাইন থেকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে।
- উল্লেখ্য, এ পর্যন্ত করোনা সন্দেহে জেলায় মোট ৩৬৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
- এদের মধ্যে ২৫৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ।
মুর্শিদাবাদ
- কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন ভিন দেশ ফেরত ১০০২ জন।
- ভিন রাজ্য ফেরত ৩৫৩১ জন জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
- ভিন রাজ্য ফেরত ৪২হাজার ৬০৯ জন হোম কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন।
- কোয়ারান্টাইন কেন্দ্রে রয়েছেন ৪ জন।
- বহরমপুর আইসোলেসন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১২ জন।
- জেলার বাইরে কলকাতায় চিকিৎসাধীন ১ জন করোনা পজিটিভ।
পুরুলিয়া
- নজিরবিহীন ভাবে একদিনে ৯৪ জনের লালারসের নমুনা পাঠানো হল পুরুলিয়া থেকে।
- আজ জেলা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে এই নমুনাগুলি পাঠানো হয়।
- সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৩২ জনের নমুনা পাঠানো হয়েছে।
- যে রিপোর্ট এসেছে তাতে অবশ্য কোন পজিটিভ পাওয়া যায়নি।
- এদিন আইসোলেশন ওয়ার্ডেও একজনকে ভর্তি করা হয়।
- অন্যদিকে সরকারী কোয়ারেন্টাইনে পাঠানো হয় ৮৫ জনকে।
- হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয় ৩৮৫ জনকে।