ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল ? জল্পনা তুঙ্গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উদ্বেগজনক পরিস্থিতি বাংলায়। এই অবস্থায় ফের বাংলায় কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সংবাদসংস্থার তরফে প্রকাশিত খবর অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি এমন ১০টি রাজ্যে পাঠানো হবে এই কেন্দ্রীয় দল।

এই ১০ টি রাজ্যের মধ্যে নাম রয়েছে বাংলার। আর সেই কারনেই এই রাজ্যে ফের দল আসছে বলে খবর। প্রকাশিত খব্র অনুযায়ী এই দল রাজ্যের স্বাস্থ্য দফতরকে সবরকম সাহায্য করবে বলে খবর। যদিও এই বিষয়ে এখনও রাজ্য কিংবা তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, সোমবার এই বিশেষ কেন্দ্রীয় দল রাজ্যে আসবে। দিল্লি থেকে এখানে আসার কথা রয়েছে বলে সংবাদ সংস্থা জানাচ্ছে। নতুন করে এই কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত রাজ্যের সঙ্গে বিরোধ তৈরি করবে না তো? উঠছে প্রশ্ন।

মালদায় করোনা আক্রান্তের হদিশ ! রাজস্থান ফেরত ৪ পরিযায়ী শ্রমিকের দেহে ভাইরাসের খোঁজ

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই গোটা বাংলা চষে বেড়ায় কেন্দ্রীয় দল। দুদফায় ভাগ হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গে চষে বেড়ায় এই টিম। যদিও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে এই টিম। এই টিম পাঠানো নিয়ে সংঘাত চরমে ওঠে কেন্দ্র এবং রাজ্যের।

কার্যত রাজ্যের কোনও সাহায্য ছাড়াই বাংলার পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। পরে দিল্লিতে এই টিমের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। তাতে বলা হয়, দেশের মধ্যে বাংলায় মৃত্যুর হার বেশি।

কেন্দ্রীয় টিমের এই রিপোর্টে বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। সেই রেশ কাটতে না কাটতে ফের টিম আসছে রাজ্যে।

সম্পর্কিত পোস্ট