“অন্নপূর্ণা ” অতনু প্রসাদ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় ৬৯ নম্বর ওয়ার্ডে ইফতারের খাদ্য দ্রব্য বন্টনের অষ্টম দিন.

রাহুল গুপ্ত

চলছে রমজান মাস , আসছে পবিত্র ঈদ। করোনা আবহের মধ্যেই সংখ্যালঘু ভাইবোনেরা পালন করছেন রমজানের প্রথা। এর মধ্যেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজসেবী অতনু প্রসাদ মিত্র ( ডিউক ) ।

কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন অঞ্চলে ” অন্নপূর্ণা ” প্রকল্পের আওতায় খাদ্য দ্রব্য ও রান্না করা খাদ্য দ্রব্য সামগ্রী প্রদানের পর থেকে শুরু হয়েছে সংখ্যালঘু ভাইবোনেদের জন্য ইফতারের খাদ্য দ্রব্য বন্টন প্রক্রিয়া। এদিন হয়ে গেলো এই প্রক্রিয়ার অষ্টম দিন।

৬৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুরুসদয় রোডের বেগবাগান অঞ্চলে দেওয়া হলো ১০০ টি পরিবারের হাতে ইফতারের খাদ্য দ্রব্য সামগ্রী। কাঁচা ছোলা , বেসুন , চিনি , খেজুর ও শরবত দেওয়া হয় এদিন।

ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল ? জল্পনা তুঙ্গে

করোনা আবহে এই খাদ্য দ্রব্য পেয়ে চরম তৃপ্তি ওই অঞ্চলের সংখ্যালঘু ভাইবোনেরা। এদিন পুরুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সামাজিক দুরুত্ব বজায় রেখে , পুলিশের সহযোগিতায় এই কাজ করলেন অতনু।

এদিন তিনি বলেন ” করোনার আবহে আমার মুসলিম ভাইবোনেরা রমজান পালন করছেন তাদের শারীরিক সুস্থতা কামনা করি উপরওয়ালার কাছে। ” পাশাপাশি তিনি জানান যে আগামী দিনেও চেষ্টা করবেন মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য।

উল্লেখ্য, যে প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ ঠা এপ্রিল থেকে তা এখনও চলছে,চলবে করোনা আবহে আগামী দিনেও। মানুষের সাথে , মানুষের পাশে , মানুষের কাছে অন্নপূর্ণা ছিলো, আছে এবং থাকবে ।

অতনু প্রসাদ মিত্র (ডিউকের) দৃঢ় বিশ্বাস যে একদিন করোনাকে হারতেই হবে এবং মানবসভ্যতাকে জিততেই হবে।

সম্পর্কিত পোস্ট