রেড জোনকে তিন ক্যাটাগরিতে ভাগ মুখ্যমন্ত্রীর
রাহুল গুপ্ত
এখনই করোনা বিদায় নেবে না।তাই বিকল্প পথের হদিশে মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর সাফ কথা রাজ্যর জন্য কেন্দ্র কিছুই করছে না তাই রাজ্যকেই বিকল্প ব্যাবস্হার ভাবনা চিন্তা করতে হবে ও করছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে ৫২ হাজার কোটি টাকা পাওনা থাকলেও রাজ্যকে কিছুই দিচ্ছেনা কেন্দ্র।সুদ দিতে ৫৫ হাজার কোটি টাকা।
২ মাস রাজ্যের কোন আয় নেই তাই। অপরিকল্পিত লকডাউনে রাজ্যের ভাড়ারে টানের জোগানে বিকল্পের ব্যাবস্হা।প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধিত করে মূখ্যমন্ত্রী বলেন যেহেতু প্রধানমন্ত্রী বলছেন করোনা এখনই শেষ হবে না তাই রাজ্যকে চালিয়ে নিয়ে যেতে কিছু শর্টটার্ম প্লানের ব্যাবস্হা নিচ্ছে ।
তিনমাসের এই শর্ট টার্ম প্লানে জোনগুলোকে ভেঙ্গে ব্যাবস্হা নিচ্ছে ।ইতিমধ্যে প্রশাসনকে এ বিষয়ে একটি গাইড লাইন দেওয়া হয়েছে ।আগামী তিন দিনের মধ্যে পুলিশ সেই গাইড লাইন অনুয়ারী পরিকল্পনা করে জানানোর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
রেড জোনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে । এ জোনে কিছুই করা যাবে না,বি জোনে সামাজিক দূরত্ব মেনে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।সি জোনে অত্যাবশ্যকীয় পন্যে ছাড় দেওয়ার বিষয়টা পুলিশ ঠিক করবে পরিস্হিতি অনুয়ারী কোথায় কি ছাড় থাকবে ।
গ্রীন জোন জেলার মধ্য ট্যাক্সি চলতে পারবে। ইতিমধ্যে রাজ্যে ১ লক্ষেরও বেশী মানুষ চলে এসেছেন। ৯ টি ট্রেন এর ব্যাবস্হা হলেও ধাপে ধাপে ১০০ টি ট্রেনের ব্যাবস্হা করবে রাজ্য।
এছাড়াও তাঁত শিল্পের কথায় মাথায় রেখে,খাদি বাজার,হাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মূখ্যমন্ত্রী বিরোধীদের দিকে উদ্দেশ্য করে বলেন এখন রাজনীতি করার সময় নয়। রাজনীতি করার অনেক সময় আছে । নির্বাচনের আরো ১ বছর বাকি আছে।এত তাড়া কিসের । রাজনীতি করার জন্য হিন্দু মুসলিম করবেন না। করোনায় হিন্দু মুসলিম নেই।এসব যারা করছেন তারা একটু ভাবুন।সস্তার রাজনীতি করবেন না।
মুখ্যমন্ত্রী আরো বলেন কিছু লোক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে যাতে ছেড়ে কথা না ভলে সে যেই হোক যেন কঠোর ব্যাবস্হা নেওয়া হয়।
এই প্রসঙ্গে বলতে গিয়ে মূখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করে বলে আপনারা বুদ্ধিজিবী সাংবাদিক অনেককে গ্রেফতার করছেন । অর্থাৎ বরাবরের মত কেন্দ্রর বিরুদ্ধে প্রতিহিংসা মূলক ব্যাবহারের সমালোচনা করেন।