সোমবার থেকে চলবে বেসরকারী বাস, নূন্যতম ভাড়া ২৫ টাকা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী সোমবার কলকাতা সহ রাজ্যে এবার চালু হচ্ছে বেসরকারি বাস ও মিনি বাস পরিষেবা। তবে সমস্ত কনটেন্টমেন্ট অঞ্চলে যাবে না কোনো বাস। সেই কারণে বেশ কিছু রুটে বাসের চলাচল পরিবর্তন করা হয়েছে।

সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে বাসগুলি। লকডাউন ঘোষণার পর মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ বেসরকারি বাসও। এই মুহুর্তে রাজ্যের বেসরকারি বসের সংখ্যা ৪৩ হাজার। তার ৭০ থেকে ৮০% বাস এবার পথে নামতে চলেছে।

এখন থেকে বসে উঠলেই আপনাকে দিতে হবে নুন্যতম ২৫ টাকা, শুরু হচ্ছে এই পরিষেবা। সর্বাধিক ভাড়া হবে ৫০ টাকা। প্রতি ২ কিলোমিটারে ভাড়া ৫ টাকা হারে বাড়বে।

অন্যদিকে রাজ্যে মোট মিনিনিবাসের সংখ্যা ৩০০০। তার প্রায় সবই পথে নামবে। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে ৩০ টাকা। প্রতি ২ কিলোমিটারে এই ভাড়া ১০ টাকা হারে বাড়বে।

৩০ জুন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি রেল মন্ত্রকের

প্রসঙ্গত, গ্রিন ও অরেঞ্জ জোনে ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছিল৷ তাছাড়া বেশ কিছু নিয়ম মেনে বাসে উঠতে হবে৷

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বেসরকারি বসের মালিকদের নিজেদের ভাড়া ঠিক করে নেওয়ার কথা বলেছিলেন। তাই সেই ভাবে বাস মালিক সংঘঠনের পক্ষ থেকে এই ভাড়ার সূচি ঘোষণা করা হয়েছে।

কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরিবহন দফতর। এই মর্মে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিক সংঘঠনের গুলির সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে চূড়ান্ত বেসরকারি বসের ভাড়া তালিকা।

ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানালেন, লকডাউনে বাসে উঠলেই দিতে হবে নুন্যতম ২৫ টাকা৷ মিনিবাসের ক্ষেত্রে ৩০ টাকা৷ যদিও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট তাদের ভাড়া ঠিক করতে বৃহস্পতিবার তারা মিটিং এ বসছেন৷

সম্পর্কিত পোস্ট