২১ মে থেকে রাস্তায় হলুদ ট্যাক্সি , ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হচ্ছে বাংলা ৷ বাসের পাশাপাশি এবার রাস্তায় মিলবে হলুদ ট্যাক্সি ৷ ২১ মে থেকে রাজ্যজুড়ে রাস্তায় নামবে প্রায় ২২ হাজার ট্যাক্সি ৷ কিন্তু ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া ৷

সূত্রের খবর,করোনা আবহে ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকার বদলে দিতে হবে ৩৩ টাকা৷ একইসঙ্গে মিটারে যে ভাড়া উঠবে তার থেকে আরও অতিরিক্ত ৩০ শতাংশ বেশি ভাড়া গুনতে হবে যাত্রীকে ৷ বাসের মত এক্ষেত্রেও রেড জোন ও কনটেইনমেন্ট জোনে কোনও পরিষেবা দেওয়া হবে না৷

এদিকে আগামী সপ্তাহেই রাস্তায় নামছে বাস মিনিবাস ৷ সেখানেও যাত্রীকে গুনতে হবে অতিরিক্ত ভাড়া৷ বাসের ক্ষেত্রে নুন্যতম ২৫ টাকা ৷ যদিও বাসের অন্য একটি সংগঠন বলছে তারা নুন্যতম ২০ টাকা নেবেন ৷

শতাধিক ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরাবে রাজ্য, ট্যুইটে বার্তা মমতার

রাজ্য জুড়ে মোট বেসরকারি বাসের সংখ্যা ৪৩ হাজার৷ তার প্রায় ৮০ শতাংশ বাস পথে নামবে৷ অন্যদিকে মিনিবাসের সংখ্যা ৩০০০। তার প্রায় সবই পথে নামবে । এমনটাই জানা গিয়েছে ৷ তবে মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে ৩০ টাকা ৷

কলকাতা সহ সারা রাজ্যে চলবে বেসরকারি বাস ও মিনিবাস৷ তবে কন্টেইনমেন্ট জোনের বাইরে মিলবে এই পরিষেবা৷ সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মিলবে পরিষেবা৷

তবে কনটেইনমেন্ট জোনে বা কনটেইনমেন্ট জোন ছুঁয়ে কোনও বাস যাবে না৷ ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ তাছাড়া বেশ কিছু নিয়ম মেনে বাসে উঠতে হবে৷

ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানালেন, লকডাউনে বাসে উঠলেই দিতে হবে নুন্যতম ২৫ টাকা৷ মিনিবাসের ক্ষেত্রে ৩০ টাকা৷ যদিও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট তাদের ভাড়া ঠিক করতে বৃহস্পতিবার তারা মিটিং এ বসছেন৷

সম্পর্কিত পোস্ট