ঔরঙ্গাবাদের রেশ কাটতে না কাটতেই ফের দূর্ঘটনা, মৃত ২৪ পরিযায়ী শ্রমিক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত ২৪ জন পরিযায়ী শ্রমিক। শনিবার ভোর ৩ টে নাগাদ উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বেশীরভাগ জনের অবস্থা আশংকাজনক। সুত্রের খবর রাজস্থান থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকের দল। দুটি ট্রাকের মুখোমুখি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে অনেকেই বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় পুলিশ। পাঠানো হয় এম্বুলেন্স। আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সুত্রের খবর, লকডাউনের ৫০ দিন অধিক হয়ে যাওয়ার ফলে বাড়ি ফিরতে মরিয়া হন শ্রমিকরা। তাই একটি ট্রাকে উঠে পড়েন তারা।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর। যারা আহত তাদের সব রকম সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ জেনে রিপোর্ট পেশ করতে কানপুর আইজি এবং কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে ৮ জন প্রাণ হারান। তার আগে উত্তরপ্রদেশের মুজাফরানগরে বাস দুর্ঘটনায় ৬ জন শ্রমিক মারা যান।