ভিন্ন রাজ্য থেকে ফিরছে পরিযায়ী শ্রমিকরা, এরাজ্যেই কর্মসংস্থানের উদ্যোগ সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভিন রাজ্য থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরছেন। রুটিরুজি হারানো সেইসব শ্রমিকদের দফতরের বিভিন্ন নির্মাণ কাজে লাগানোর নির্দেশ দিলেন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক বর্ষার প্রস্তুতি হিসেবে সেচ দফতরের কাজে এই পরিযায়ী শ্রমিকদের লাগানোর কথা বলেন মন্ত্রী।

দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সময় লাগতে পারে, কিন্তু রাজ্যের বাসিন্দাদের এরাজ্যেই কাজের ব্যবস্থা করবে রাজ্য সরকার। রাজ্যে ফিরে আসা শ্রমিকদের ১০০ দিনের কাজে নিয়োগ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যগুলির প্রতি অভিমান করে মমতা বলেন, “যারা দুর্দিনে তাড়িয়ে দেয়, তাদের কাছে আর যাবেন না।”

আগামী সপ্তাহ থেকেই চালু বেসরকারি বাস-মিনিবাস, একনজরে নতুন রুট

এরপরই সেচ মন্ত্রী জানান, পরিযায়ী শ্রমিকদের তাঁর দফতরে কাজে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর সহ একাধিক জেলায় সেচ দফতরে বিভিন্ন কাজে এঁদের যুক্ত করার কথা ভাবা হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, প্রাক বর্ষার কাজের পর্যবেক্ষণের জন্য যাঁরা মাঠে-ময়দানে নেমে কাজ করবেন, তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বনের আর্জি জানান শুভেন্দুবাবু।

সম্পর্কিত পোস্ট