অওরাইয়ায় পথদুর্ঘটনায় মৃত রাজ্যের শ্রমিকদের পরিবারকে দু লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  উত্তরপ্রদেশের অওরাইয়ায় পথদুর্ঘটনায় মৃত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। শনিবার ভোররাতে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় অন্তত ২৪ জন পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয় ২২ জন। এই দুর্ঘটনায় মৃত ও আহত শ্রমিকদের সিংহভাগই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।

এরপরই এদিন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এক টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, উত্তরপ্রদেশের অওরাইয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। প্রাণ হারানো পরিযায়ী শ্রমিক ভাই-বোনদের পরিবারের প্রতি আমার সমবেদনা। তাদের আত্মার শান্তি হোক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর খরচ বহন করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী ছাড়াও ওই ঘটনা নিয়ে এদিন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করা হয়। ওই টুইট বার্তায় বলা হয়,
উত্তরপ্রদেশের অওরাইয়া জেলায় আজ দুর্ভাগ্যজনক মৃত্যুতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সমবেদনা । তারা উত্তর প্রদেশ থেকে পুরুলিয়ায় বাড়িতে ফেরার পথে মারা যান। রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকের মাথাপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের পরিবারের নিকট পৌঁছে দেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় এই ঘটনা প্রসঙ্গে তিনি লেখেন, পরিযায়ী শ্রমিকদের জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অহংকারী এবং অসংবেদনশীল সরকারের চাপিয়ে দেওয়া লকডাউনের কারণেই পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে চাইছে,এই ধরনের মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের ভোগান্তি এবং অস্তিত্ব সংকটে কেন্দ্রীয় সরকার নূন্যতম পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

দেশে ঘরে ফেরার পথে মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। কয়েকদিন আগেও বাড়িতে ফেরার পথে ক্লান্ত অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়া পরিযায়ী শ্রমিকদের দেহের উপর দিয়ে চলে যাওয়ার ঘটনার এখনো দগদগে। এদিন ফ্রি দুর্ঘটনা আরো একবার কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেল।

সম্পর্কিত পোস্ট