আলোচনার পরে বয়ান বদল, বেসরকারি বাসে বাড়তি ভাড়া মানব না: শুভেন্দু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেসরকারি বাস মালিকদের সঙ্গে আলোচনায় প্রথমে বাস ভাড়া বৃদ্ধিতে দিলেও শনিবার রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, বর্ধিত হারে বেসরকারি বাসের ভাড়া মানবেনা রাজ্য সরকার।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, করোনা আবহে এমনিতেই রাজ্যের সাধারণ মানুষ অসুবিধার মধ্যে রয়েছেন, বাস ভাড়ার নামে তাদের ঘাড়ে বাড়তি বোঝা চাপুক চাইছে না রাজ্য সরকার। এই সময় বাস ভাড়া হিসাবে কোনও বেশি অর্থ নিতে পারবে না বেসরকারি বাস সংগঠনগুলি।
এদিন শুভেন্দু অধিকারী আরও জানান, রাজ্যের এই সিদ্ধান্তের জন্য যদি বেসরকারি বাস মালিকরা এই মুহূর্তে রাস্তায় না নামায় তার জন্য প্রস্তুত রয়েছে পরিবহন দফতর। প্রয়োজনে বনধের দিন যেভাবে বাড়তি বাস চালিয়ে মানুষকে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা হয়, একইভাবে এখনও সরকারি বাস চালানো হবে। তবে বাড়তি টাকা নিতে দেবে না রাজ্য সরকার।
অওরাইয়ায় পথদুর্ঘটনায় মৃত রাজ্যের শ্রমিকদের পরিবারকে দু লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সরকারের
এদিন পরিবহনমন্ত্রী বাস মালিকদের আশ্বস্ত করেছেন, বাস ভাড়া না বাড়িয়ে বেসরকারি বাস গুলি যদি পথে নামে, তাদের সবরকম সাহায্য করবে রাজ্য সরকার।
পরিবহন মন্ত্রীর এই বক্তব্যের পর বাস মালিক সংগঠনের তরফ থেকেও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। এদিন বাস মালিক সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য আয় ও ব্যয়ের সাম্যতা না আসলে তাদের পক্ষেও বাস চালানো সম্ভব নয়।
এদিন জয়েন্ট কাউন্সিলর অফ বাস সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনায় আমাদের ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে এখন কেন উল্টো কথা বলছেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, বাসের ভাড়া কী হবে তা নির্ধারণ করার দায়িত্ব আমাদের নয়। এই দায়িত্ব সরকারের। আমরা আশা করেছিলাম এই অবস্থায় রাজ্য সরকার সংঘাত নয়, একটা সমঝোতার রাস্তায় হাঁটবেন। সরকার চাইলে এই সময় রাজ্যের হাতে থাকা সেজে ছাড় দিতে পারত। এমনকি কেন্দ্রকে ডিজেলের দাম কমানোর জন্য অনুরোধ করতে পারত। কিন্তু তা না করে, শুধু বলা হল বর্ধিত হারে বাস ভাড়া নেওয়া যাবে না। এভাবে চলতে থাকলে আমাদের পক্ষেও এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামানো সম্ভব নয়।
এদিকে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এদিন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নীতিরও সমালোচনা করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যথেষ্টই কম। কিন্তু কেন্দ্রীয় সরকার সেজে নামে করের বোঝা বাড়িয়েছে। করোনা পরিস্থিতিতে কোনও কোনও সরকার করোনা সেজও মানুষের উপর চাপিয়ে দিয়েছে।
কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা অংশে নির্মাণের অনুমতি কলকাতা পুরসভার
তিনি বলেন, এই সরকার মানবিক। অন্য রাজ্যের মতো তেমন কোনও পথে হাঁটিনি আমরা। আর সে কারণেই সরকার চাইছে বেসরকারি বাস মালিকেরা রাজ্যকে সাহায্য করুক।
এদিন বাসের পাশাপাশি এক কামরা ট্রাম ও ফেরি সার্ভিস ধাপে ধাপে রাজ্যে চালু হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে হলুদ ও নীল সাদা ট্যাক্সি পরিষেবা এই পরিস্থিতিতে উপলব্ধ হবে বলে তিনি জানান।
শুভেন্দু অধিকারী এদিন অ্যাপ নির্ভর ট্যাক্সি (ওলা- উবেরকে) শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানিয়েছেন আগামীতে ধাপে ধাপে ১০০০ অ্যাপ নির্ভর ট্যাক্সি নামানো হবে।
তিনি আরও জানান,এই মুহূর্তে কনটেইনমেন্ট জোনে কোনও পরিবহন পরিষেবা দেওয়া সম্ভব নয়। কনটেইনমেন্ট জোনের বাইরেও সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই পরিষেবা মিলবে।