আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক:আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সূত্রের খবর বিপর্যয় কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শন করতে নিজেই আসছেন তিনি ।
জানা গেছে, আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে পর বৈঠক করবেন রাজ্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে । সূত্র মারফৎ জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।
শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমান বন্দরে নামবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। এরপর সেখান থেকে হেলিকপ্টারে উত্তর ২৪ পরগণার বসিরহাটে ও তৎ সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সফরে সঙ্গে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন রাজ্যে এসে নিজের চোখে আম্ফান বিপর্যস্ত এলাকা পরিদর্শন করার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নিজে চোখে পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে জানিয়েছিলেন, এই সংকটের মুহূর্তে গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলা খাতে আপাতত কিছু অর্থ কেন্দ্র বরাদ্দ করতে পারে।
আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার আপাতত ক্ষতিপূরণের জন্য ১ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি এও বলেন, “পাই পয়সা দেখে খরচ (ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য) করতে হবে। একবার কাজ করলে তাতে যেন তিন বছরের জন্য হাত দিতে না হয়।”
এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর রাজ্যে আগমন যথেষ্ঠ তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামীকাল পরিদর্শনের পর রাজ্য এর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্র আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।