দুর্গত মানুষদের উদ্ধারকাজে মুখ্যমন্ত্রীকে আরও সক্রিয় হওয়ার আবেদন অধীরের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা পানীয় জল এবং খাবার পাচ্ছেন না। রাজ্য সরকারের কাছে এই দুর্গতমানুষদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থার জন্য আবেদন করলেন বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

এদিন এক ভিডিয়ো বার্তায় অধীর বলেছেন,দুই 24 পরগনার সাগর, পাথরপ্রতিমা, গোসাবা, রামগঙ্গা, হিঙ্গলগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় মানুষ খাবার পাচ্ছেন না। পর্যাপ্ত পানীয় জলের অভাব রয়েছে সেখানে।মুখ্যমন্ত্রী যদি তার হেলিকপ্টার ব্যবহার করে এই দুর্গত মানুষদের জন্য খাবার ও জল সরবরাহ করেন তাহলে তারা বেঁচে যাবেন।

আমফান নিয়ে পূর্বসূরীদের অভিযোগের জবাব দিলেন ফিরহাদ হাকিম

এদিন রাজ্য সরকারের সেনা নামানো নিয়েও সমালোচনা করেছেন এই কংগ্রেস নেতা। তিনি বলেন, রাজ্য সরকার বলেছে সেনা নামিয়েছে। কিন্তু যে সেনা নামানো হয়েছে তা বিপুল দুর্গত মানুষের উদ্ধারকাজের জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে রাজ্যে ৫ কলাম সেনা নেমেছে।

অর্থাৎ মাত্র ১৭৫ জন সেনা এই মুহূর্তে উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেছেন, এই ভয়ঙ্কর বিপর্যয় কেন আরো বেশি সেনা ডাকা হচ্ছে না? কলকাতার বুকে ফোর্ট উইলিয়াম রয়েছে।মুখ্যমন্ত্রী চাইলে সেখান থেকে সেনাবাহিনীর সহযোগিতা পেতে পারেন। এই বিপর্যয়ের মুহূর্তে কেন তাদের সাহায্য তিনি নিচ্ছেন না।

অধীর চৌধুরীর আবেদন দুর্গত মানুষদের বাঁচানোর জন্য যার কাছে খুশি সাহায্য নিন। এতে সরকারের জাত যাবে না। কিন্তু এতে ওই অসহায় মানুষগুলোকে বাঁচানো সম্ভব হবে।

সম্পর্কিত পোস্ট