আমফান নিয়ে ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমফান নিয়ে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার তাঁর বক্তব্য আরও দৃঢ়।
এদিন তিনি সরাসরি দুষেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমফান পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের দুরবস্থার জন্য এদিন তিনি তাকেই কাঠগড়ায় তুলেছেন।
বুধবার টুইট বার্তায় তিনি রাজ্যবাসীকে বুঝিয়ে দিয়েছেন যেভাবে রাজ্য সরকার আমফান মোকাবিলা করছে তাতে আদেও খুশি নন তিনি। এদিন তিনি উদ্ধার কাজ এবং পুনর্বাসনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আরো সক্রিয়তা দাবি করেছেন।
রাজ্যপাল লিখেছেন, দ্রুত স্বাভাবিক হোক পানীয় জল বিদ্যুৎ এবং প্রয়োজনীয় পরিষেবা। কলকাতা ও তার আশেপাশের মানুষের ভয়ঙ্কর দুর্ভোগের কথা আর শুনতে চাই না।
মুখ্যমন্ত্রীকে বলছি এটা দাবির তালিকা নিয়ে সাংবাদিক সম্মেলনে ব্যস্ত থাকার সময় নয়। মাঠে নেমে ত্রাণের কাজ করুন। কলকাতা ও জেলার পরিস্থিতি ভয়ঙ্কর।
শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে রেলের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী,চাইলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
পানীয় জল, বিদ্যুৎ,জরুরি পরিষেবা অমিল।এখনও ভয়ঙ্কর কষ্টে রয়েছেন মানুষ। এখন আত্মতুষ্টির সময় নয়। আরও বেশি ত্রাণ পৌঁছানোই প্রধান কাজ হওয়া উচিত। রাজনীতি না করে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। রাজনীতি করার পরিবর্তে সঠিক সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না।
প্রকাশ্যে প্রবীণ মন্ত্রীদের মধ্যে বাকবিতণ্ডা এবং বিধায়কের উপর হামলার ঘটনা গোটা পরিস্থিতির আসন ছবি তুলে ধরেছে। পারস্পরিক দোষারোপ এবং বলির পাঠা খোঁজা বন্ধ হওয়া উচিত।
গ্রামীণ এলাকায় যেখানে পরিস্থিতি ভয়াবহ সেখানে নজর দেওয়া দরকার। এই এলাকাগুলি কে অবহেলা করা উচিত নয়। সাংবিধানিক রীতি মেনে মুখ্যমন্ত্রীকে গোটা পরিস্থিতি আমাকে অবহিত করার জন্য অনুরোধ করছি।