যাত্রী পরিবহনের আগে বৃহস্পতিবার থেকে চালু হল কলকাতার দুই মেট্রো
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউনে দুমাস বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার ফের চালু হল কলকাতা মেত্র এবং ইস্ট ওয়েস্ট মেট্রো। তবে আপাতত কোন যাত্রী পরিবহন করা হবে না।
পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য রেড গুলিকে ট্রায়াল রান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যাতে আগামী দিনে মেট্রো পরিষেবা দিতে কোনও অসুবিধা না হয় তাই এই সিদ্ধান্ত।
এদিকে বৃহস্পতিবার কলকাতা মেট্রো ছাড়াও নতুন করে চলাচল শুরু হল ইস্ট ওয়েস্ট মেট্রোও। দুই ক্ষেত্রেই এই যাত্রার বিশেষ নাম দেওয়া হয়েছে স্টাফ স্পেশাল।
এক্ষেত্রে শুধুমাত্র মেট্রো কর্মীরাই ট্রেনে চড়তে পারবেন।তবে সাধারণ যাত্রীদের জন্য এখনো মেট্রোর দরজা বন্ধ থাকছে। একটি করে ট্রেন দুই প্রান্তিক স্টেশন থেকে যাত্রা করবে সকাল দশটায়। বিকেল চারটে নাগাদ সেই ট্রেন গুলি আবার পুনরায় স্টেশনে ফিরে আসবে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই স্পেশাল মেট্রো স্পেশাল রেকগুলি প্রত্যেক স্টেশনেই থামবে। এক্ষেত্রে স্টাফেরা উঠতে পারবেন। তবে তাদের প্রত্যেকেরই রাখতে হবে মাস্ট, মানতে হবে সামাজিক দুরত্বের বিধিও।
কলকাতায় শুরু অন্তর্দেশীয় বিমান চলাচল
বারবার মেট্রো চলাচল শুরু হওয়ার কথা শোনা গেলেও এখনো কবে থেকে মেট্রোরেল চলবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।তবে বর্তমান পরিস্থিতিতে কীভাবে মেট্রোরেল চালাতে হবে সে বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোরেল সূত্রে খবর, মেট্রো রেল চালু হয়ে গেলে যাত্রীদের প্রত্যেককেই মানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম বিধি। লকডাউন উঠে গেলেও সে ক্ষেত্রে সামাজিক বিধি মেনেই তাদের মেট্রোতে চলাচল করতে হবে।
এক্ষেত্রে নির্দিষ্ট মানুষকে মেট্রো রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেওয়া হবে। স্টেশনে দাঁড়ানোর ক্ষেত্রেও মানতে হবে সামাজিক দূরত্বের বিধি।
প্রত্যেক যাত্রী কে স্টেশনে ঢোকার মুখেই তাদের হাত সাইজ করতে হবে। সামাজিক দূরত্ব মেনে কাটতে হবে টিকিট।
সেক্ষেত্রে পাশাপাশি কাউন্টার আর খোলা থাকবে না। দুটি কাউন্টার এর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে। যাত্রীরা মাস্ক ও ফেস শিল্ড না পড়লে টিকিট দেওয়া হবে না। ট্রেনের ভিতর সামাজিক দূরত্ব মানতে রংয়ের দেওয়া হচ্ছে।
তবে এখানেও প্রশ্ন থাকছে, অদেও সামাজিক দূরত্ব মানা যাবে তো?
প্রতিদিন কলকাতা মেট্রো প্রায় ছয় থেকে সাত লক্ষ মানুষ যাতায়াত করে। সোম থেকে শুক্র মেট্রোরেলের সংখ্যা 288 টি, শনিবার চলে 236 টি। রবিবার চলে মাত্র 124 টি।
এই বিপুল সংখ্যক রেকের পরও অফিস টাইমে সেখানে থাকে গাদাগাদি ভিড়। আর তাই মেট্রোর জন্য সামাজিক বিধি মেনে রেক চালানো কম চ্যালেঞ্জের বিষয় নয়।