কনটেইমেন্ট জোনে বাড়ল লকডাউনের মেয়াদ, পর্যায়ক্রমে কোন কোন পরিষেবায় ছাড় জানুন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে কনটেইমেন্ট জোনে লকডাউনের মেয়াদ ৩০-শে জুন পর্যন্ত বাড়ানো হল। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকায় একথা বলা হয়েছে।
তবে, কনটেইনমেন্ট অঞ্চলের বাইরে পর্যায়ক্রমে বিভিন্ন কাজকর্ম চালু করার কথাও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে । একে আনলক ওয়ান হিসেবে উল্লেখ করে ধীরে ধীরে কি কি কাজকর্ম চালু করা যাবে, সেই সংক্রান্ত নীতি নির্দেশিকাও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
প্রথম পর্যায়ে ৮-ই জুন থেকে শর্ত সাপেক্ষে ধর্মীয় স্হানগুলি খোলা যাবে। সেই সঙ্গে চালু করা যাবে হোটেল, রেস্তোঁরা, শপিং মলও ।
দ্বিতীয় পর্যায়ে জুলাই মাস থেকে স্কুল-কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ধীরে ধীরে খোলার কথাও নির্দেশিকায় বলা হয়েছে।
তার আগে অবশ্য, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে এব্যাপারে আলাপ-আলোচনা করতে হবে।
৩২ জনের শরীরে মিলল করোনা, চাঞ্চল্য কোচবিহারে
তৃতীয় পর্যায়ে পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক উড়ান ও মেট্রো রেল চলাচলের দিনক্ষণ স্থির করা হবে। সিনেমা হল, থিয়েটার ও অডিটোরিয়াম, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, বার এবং বিভিন্ন সভা গৃহ খোলার ব্যাপারে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিক, রাজনৈতিক, বিনোদনমূলক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষা মূলক অনুষ্ঠান, খেলাধুলো এবং অন্যান্য বড় জমায়েতের ব্যাপারেও স্থির করা হবে তখনই।
তবে, ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখার ওপরেও জোর দেওয়া হয়েছে। রাত ৯-টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গোটা দেশেই কার্ফু বলবত্ থাকবে। শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া ওই সময় কেউ যাতে বাড়ি থেকে না বেরোন, তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।