সোমবার থেকে রাজপথে নামছে না বাস ও মিনিবাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  সোমবার থেকে পথে নামছে না বেসরকারি বাস। এখনই শুরু হচ্ছে না মিনিবাসও। রবিবার বাসমালিক সংগঠনগুলি নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল।

এই পরিস্থিতিতে অদৌ বাস চালানো যায় কিনা তা পর্যালোচনা করতে। সেখানেই ঠিক হয়,পুরোনো ভাড়ায় তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়, জানিয়ে দিল বাস মালিক সংগঠনগুলি। আড়াই মাস টানা লকডাউনের পর চতুর্থ দফায় এসে একটু একটু করে সরকারের তরফে ছাড় দেওয়া শুরু হয়।

তখনই গ্রিন জোনে বাস চালানোর অনুমতি দেয় রাজ্য। কিন্তু রাজ্যের শর্ত ছিল ২০ জনের বেশি যাত্রী বাসে তোলা যাবে না। তখন অবশ্য সরকারের সেই শর্তে বাস চালাতে রাজি হননি বেসরকারি বাসমালিকরা।

তাঁদের দাবি ছিল, লকডাউনের বিপুল লোকসানের পর আবার ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো প্রায় অসম্ভব। তাই সরকারি বাস রাস্তায় নামলেও বেসরকারি বাসের দেখা মেলেনি এতদিন।

শেষ পর্যন্ত বেসরকারি বাসে যত আসন, তত যাত্রী নেওয়া যাবে, এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও শেষরক্ষা হল না। সোমবার থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বসেও মিলল না সমাধান। এখন মুখ্যমন্ত্রীই ভরসা বাস মালিক সংগঠনগুলির । মুখ্যমন্ত্রীর উপরেই সিদ্ধান্ত ছাড়া হল।

ফের করোনা আক্রান্তের হদিস পূর্ব মেদিনীপুরে, কোলাঘাট ব্লকে ১০ জনের শরীরে মিলল পজেটিভ নমুনা

এদিন এ প্রসঙ্গে মিনিবাস ইউনিয়নের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, আমরা অনুরোধ জানাই মুখ্যমন্ত্রী কাছে, তিনিই যেন বাসভাড়া ঠিক করে দেন। আমরাও অসহায়। ‘ফুল সিটিং’এ গাড়ি চালিয়েও সাত টাকা, আট টাকা ভাড়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে যায়। আর এই ভাড়ায় ওত কম যাত্রী নিয়ে তো গাড়ি চালানো অসম্ভব। তিনি আরও বলেন, ১০ লক্ষ টাকার বিমা রয়েছে। তারপর ট্যাক্স মকুবের নোটিফিকেশনও হয়নি এখনও। আমরাও অসহায়। কেন্দ্রীয় সরকার কেন পরিবহণের জন্য প্যাকেজ ঘোষণা করছে না?”

মুখ্যমন্ত্রীর কাছে বেসরকারি বাস মালিকরা দাবি করেছেন, তাঁদের জন্যও পাকেজ ঘোষণা হোক।বৈঠকে আরও দাবি করা হয়েছে, বাস কর্মীদের গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার সরকারকে দিতে হবে। বাস কর্মীদের সুরক্ষার দায়িত্বও সরকারকে নিতে হবে।

বাস মালিক সংগঠনগুলির তরফে আরও জানানো হয়েছে,আগামী মঙ্গলবার ফের কসবায় পরিবহণ দফতরের দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি দেবেন বাসমালিকরা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ১ জুন থেকে বেসরকারি বাস, মিনিবাস চালানোর নির্দেশ দিয়েছিলেন। তাঁর ঘোষণা মোতাবেক, বাসে যত আসন, ঠিক ততজনই যাত্রী উঠতে পারবেন।

বাসে দাঁড়িয়ে যাওয়ার অনুমতি দেননি মুখ্যমন্ত্রী। আর সেই অল্প সংখ্যক যাত্রী নিয়েই পুরনো ভাড়ায় চলতে নারাজ বেসরকারি বাস মালিকরা।

সম্পর্কিত পোস্ট