২৪ ঘণ্টায় বাংলায় রেকর্ড করোনায় সংক্রমণ, মৃত ৮, আক্রান্ত ৩৭১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশই কঠিন হয়ে পড়ছে লড়াই। পরিযায়ী শ্রমিকরা যত রাজ্যে ঢুকছেন ততই ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আগের দিনের তুলনায় মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।

  • প্রাণ হারিয়েছেন ৮ জন,
  • নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭১ জন।
  • রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৫ জন আর
  • আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫০১ জন।

তবে আশার কথা, করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ২,১৫৭ জন।

ভিন রাজ্য থেকে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে গাদাগাদি করে পাঠানো হচ্ছে, তাতে করোনা সংক্রমণ বাড়বে বলে গত বুধবারই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর আশঙ্কা যে অমূলক ছিল না, তা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাসস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনেই স্পষ্ট। পরিযায়ী শ্রমিকরা যে সব জেলায় ফিরে এসেছেন সেখানে হু-হু করে বাড়ছে সংক্রমণ।

পানীয় জলের ট্যাঙ্ক থেকে বেরোলো জ্যান্ত সাপের বাচ্চা, উত্তেজনা এগরায়

কোচবিহারে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার সংক্রমণ। একদিনেই জেলায় ৩৬ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরেও ৩২ জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য দফতরের দেওয়া স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৩ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭১ জন। রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রুগীর সংখ্যা তিন হাজার ২৭ জন। সুস্থতার হার ৩৯ দশমিক ২১ শতাংশ।’

  • গত ২৪ ঘণ্টায় যে ৩৭১ জনকে করোনা রুগী হিসেবে শনাক্ত করা হয়েছে, তার মধ্যে ৭২ জনই কলকাতার বাসিন্দা।
  • উত্তর ২৪ পরগনা জেলায় শনাক্ত হয়েছেন ৬০ জন।
  • হাওড়াতে ৪৭ জনের শরীরে মারণ ভাইরাস মিলেছে।
  • তাছাড়া হুগলিতে ৪৩ জন,
  • পূর্ব বর্ধমানে ১৩ জন,
  • বীরভূমে ২৭ জন,
  • নদিয়ায় ১৮ জন,
  • মুর্শিদাবাদে ১১ জন,
  • দক্ষিণ দিনাজপুরে ১০ জন,
  • কোচবিহারে ৩৭ জন শনাক্ত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট