ম্যাজিক ডিটক্স স্প্রে রেড জোনকে গ্রীন জনে রূপান্তরিত করার ক্ষমতা রাখে দাবি প্রস্তুতকারী সংস্থার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ম্যাজিক স্প্রে ছড়িয়েই বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক সার্কাসের মত রেড জোন এলাকাগুলাে গ্রিন জোনে পরিণত করা গেছে। এমনটাই চাঞ্চল্যকর দাবি করলেন স্প্রে প্রস্তুতকারক সংস্থার কর্ণধার সুপ্রিয় কুমার ।
শহর কলকাতায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ম্যাজিক স্প্রের উপরই ভরসা রাখছে কলকাতা পুরসভা। যদিও এই স্প্রে আইসিএমআর বা হু-এর অনুমােদিত নয়। এটি একটি আয়ুর্বেদ প্রােডাক্ট। যার নাম এনিয়ন ডিটক্স স্প্রে।
করােনা সংক্রমণের জেরে কলকাতা পুরসভার অধিকাংশ এলাকা রেড জোনের অন্তর্গত। এর মধ্যে লালারস নমুনার সংগ্রহ থেকে শুরু করে প্রয়ােজনে পরীক্ষামূলক ভাবে হােমিওপ্যাথি ও অ্যালােপ্যাথি ওষুধ দেওয়া শুরু করে পুরসভা।
এরমধ্যেই আয়ুর্বেদিক এই ওষুধ পরীক্ষামূলক ভাবে ব্যবহার করেছিল পুরসভা। কলকাতা পুরসভা সূত্রের খবর, যেখানে যেখানে এই স্প্রে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত কাজ করছে।
সুপ্রিয়বাবুর কথায়, এটি হাই অ্যালকালাইন ১০.১ তে তৈরি একটি প্রাকৃতিক স্প্রে যার মধ্যে কোনরকম কেমিক্যাল রাসায়নিক নেই । যদিও এই স্প্রে আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোলের অনুমােদিত হলেও করােনাভাইরাস নির্মূলে সক্ষম কিনা তা বলা হয়নি।
নেই পর্যাপ্ত বাস, যাত্রী বিক্ষোভ বারাসাতে
তাঁর আরও দাবি , যক্ষাভাইরাস বা ব্যাকটেরিয়া যে কোন কিছুতে এক মাইক্রো মিলি সেকেন্ডের মধ্যেই ধ্বংস করতে পারে এইম্প্রে । এটি একটি আয়নিক স্প্রে আয়ন ও হাইড্রোজেনের বিপুল সম্ভার নিয়ে তৈরি । বাড়িতে স্প্রে করা হলে তা ভাইরাসের প্রােটিনকে ধ্বংস করে দেয় ।
একবার এই স্প্রে করলে প্রায় এক লক্ষ আয়ন বের হয় আর সেই আয়ন ভাইরাসের ওপর পড়ার সঙ্গে সঙ্গেই তাকে এক মাইক্রো মিলি সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দেয় ।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, এর কোন নেগেটিভ প্রভাব নেই। বরং এই শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে।
পরীক্ষামূলক ভাবে এই স্প্রে ইতিমধ্যেই রাজাবাজার , পার্ক সার্কাস , বেলগাছিয়ার মতাে বিভিন্ন জায়গায় প্রয়ােগ করে পুরসভা অভূতপূর্ব ফল পেয়েছে বলেও এদিন দাবি করেছেন তিনি ।